
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগীয়) ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের রোগমুক্তি ও মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শহীদদের স্মরণে দোয়া ও বিশেষ মোনাজাত করেছে বিএনপি নেতৃবৃন্দ। শনিবার (২৬ জুলাই) চট্টগ্রামে মহনগরের ফিরিঙ্গী বাজারের আবু সৈয়দ দোভাষ জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কোতোয়ালী থানা এলাকার ৮ টি ওয়ার্ডের শহীদ জিয়ার ১৯ দফা বাস্তবায়নের সৈনিকবৃন্দ এই মাহফিলের আয়োজন করে। এসময় উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও কোতোয়ালী থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আকতার খান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলকরণ ওয়ার্ড বিএনপির সদস্যসচিব ইকবাল হোসেন সংগ্রাম, হাজী ইদ্রিস, ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির যুগ্ন আহবায়ক আবদুর নাসের সাজ্জাদ, সদস্যসচিব জাহেদ আহম্মদ, এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির সদস্যসচিব মোহাম্মদ আলমগীর হোসেন, পাথরঘাটা ওয়ার্ড বিএনপির সদস্যসচিব মোহাম্মদ সালাউদ্দীন, যুগ্ন আহ্বায়ক নূর মোহাম্মদ রমজান আলী, আবদুল রাজ্জাক, নগর যুবদলের সভাপতি আবদুল রাজ্জাক, যুগ্ন আহবায়ক আরশাদুর রহমান টিপু, আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির নুরুল আমিন আলম, সাবেক সহসম্পাদক মেজবাহ উদ্দীন মিন্টু, নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইফুল আলম দিপু, মোহাম্মদ মনছুর, সেলিমউদ্দীন, সুফি জাহেদ হোসেন, মোহাম্মদ মহিউদ্দীন, বক্সিরহাট ওয়ার্ড বিএনপির রফিক সওদাগর, আবদুল লতিফ মঞ্জু, মঞ্জু মিয়া, নুরুল আলম মজনু, শাহাদাত গাজী, বাগমনিরাম ওয়ার্ড বিএনপির মোহাম্মদ সালাউদ্দীন, তানভির আহম্মেদ, জামালখান ওয়ার্ড বিএনপির মোহাম্মদ দিদার, নগর বিএনপি নেতা এ.কে.এম পেয়ারু, বিএনপি নেতা আনসারুল হক রুবায়েত, সাইফুল ইসলাম, শামীম সর্দ্দার, আবছারুল করিম টিটু, আকবর শরীফ, মোহাম্মদ হারুন, মনির আহম্মদ সর্দার, ইফতেখার উদ্দীন, কোতোয়ালী থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ দিদার, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আলম নূরু, যুগ্ন আহ্বায়ক শহিদুল আলম রনি, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলনেতা মোহাম্মদ ইদ্রিস, যুবনেতা ফিরোজ খান, মিজান, মোরশেদ, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আকতার হোসেন, সদস্য সুমন, শ্রমিককল্যাণ ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ বাবুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল, কোতোয়ালী থানা বিএনপি নেতা মোহাম্মদ ইউসুফ, আবদুল খালেক, মোহাম্মদ রবি। বিশেষ মোনাজাত পরিচালনা করেন আবু সৈয়দ দোভাষ জামে মসজিদের পেশ ইমাম মো. কুতুব উদ্দীন।