
পাকিস্তানের নির্যাতনের স্টীমরোলার থেকে বাঙালীকে মুক্তি দিকে জীবন বাজি রেখেিেছলেন জাতির জনক বঙ্ঘবন্ধু শেখ মুজিবুর রহমান। একটি স্বাধীন স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন তাকে তারা করেছিল অনবরত। সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে সেদিন সাড়ে সাত কোটি জনগণ এক হয়েছিল। বঙ্গবন্ধুর বিচক্ষণ নেতৃত্ব আমাদেরকে পাকিস্তানের রোষানল থেকে মুক্তি দিয়েছে ঠিকই কিন্তু তাঁর স্বপ্ন্রে সোনার বাংলা গড়ার স্বপ্ন পুরণ করার সময় পাননি। এর আগেই কতিপয় বিপদগামি সেনা কর্মকর্তা তাকে তাঁর পরিবারসহ নৃশংসভাবে হত্যা করে। সেই আল্লাহর রহমতে সেদিন বেঁচে যান তার কণ্যা আজকের প্রধান মন্ত্রী শেখ হাসিনা। তিনিই বঙ্গবন্ধুর অপুর্ণ স্বপ্ন পুরণে নিরলস কাজ করে যাচ্ছেন। দেশের মানুষের কল্যাণে তাদের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করছেন। তাই নিজেদের স্বার্থেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই দেশে দরকার। মঙ্গলবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এক বিবৃতিতে এসব কথা বলেছেন মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটি। সংগঠনের পক্ষে সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আহসান উদ্দিন খাঁন এবং সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তা মো. জহিরুল হক এই বিবৃতি দিয়েছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগঠনের আইন ও মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হাসানুল আলম মিথুন।
বিবৃতিতে বলা হয়েছে, স্বাধীনতার পর অনেক সরকার এসেছে কিন্তু শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারই একমাত্র জনবান্ধব সরকার। যারা জনগণের দুঃখ দুর্দশা লাঘব করার চেষ্টা করেন। আর অন্যরা জনগণের কথা চিন্তা না করে দুর্নীতির মাধ্যমে নিজেরা সম্পদশালী হওয়ার চেষ্টা করেন। বর্তমানে দেশ অনেকদূর এগিয়ে গেছে। এই এগিয়ে চলা অব্যাহত রাখতে শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। তাই সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সকল অশুভ শক্তিকে প্রতিহত করতে হবে। ##