
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কা পেতে চট্টগ্রাম-৪ আসন (সীতাকুণ্ড, আকবরশাহ ও পাহাড়তলী (আংশিক) এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কিনেছেন ১১ জন। তারা হলেন, বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাঁকের ভূঁইয়া, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সদ্য পদত্যাগকৃত (সাবেক) চেয়ারম্যান এস এম আল মামুন, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান, চট্রগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ফখরুদ্দিন চৌধুরি , চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, সীতাকুণ্ড উপজেলা কৃষকলীগের সদস্য মোঃ পারভেজ উদ্দীন সান্টু, আবু মনির মোহাম্মদ শহিদুল হক চৌধুরী, মহিউদ্দীন, চৌধুরি মোহাম্মদ জিন্নাত আলি, রতেন্দু ভট্রচার্য্য। এছাড়াও জাতীয় পার্টি থেকে মনোনয়ন নিয়েছে দিদারুল কবির দিদার ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন সংগ্রহ করেন এক সরকারী স্বাস্থ্য কর্মচারী মো:সালাহ উদ্দীন। চট্রগ্রামের এই গুরুত্বপূর্ণ উপজেলাতে নৌকার টিকেট পেতে মরিয়া সবাই । ইতিমধ্যে মনোনয়ন প্রত্যাশীরা ঢাকার বিভিন্ন কেন্দ্রিয় নেতাদের কাছ ধর্ণা দিতে শুরু করেছে। চট্রগ্রাম শহরের সাথে লাগোয়া শিল্পকারখানা সমৃদ্ধ উপজেলার উপর সবার নজর । তাছাড়া আওয়ামী লীগের জন্য এই উপজেলাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিগত ১৪-১৮ সালে সরকারবিরোধী সবচেয়ে বেশি অন্দোলন হয় এই জনপথ থেকে। বর্তমানে সরকারদলীয়দের দখলে এই জনপথ। তাই প্রধানমন্ত্রী দক্ষ মাঝির হাতে নৌকা তুল দিবেন এমনটা আশা করছেন তৃনমূলের নেতাকর্মীরা।