
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পিউর প্লেনেট ফর লাইফ’ নামে একটি পরিবেশবাদী সংহঠনের আত্মপ্রকাশ ঘটেছে। ‘sustainable use of the world.” প্রতিপাদ্যকে সামনে রেখে যাত্রা শুরু করেছে সংগঠনটি।
শুক্রবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল মোড়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম শুরু হয়। এসময় সংগঠনটির সদস্যরা প্লাস্টিক মুক্ত বিশ্ব গড়ার শপথ গ্রহণ করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুবুল হক। এসময় তিনি বলেন, আমাদের দেশে প্লাস্টিক ও প্লাস্টিকজাত পণ্য ব্যবহারের পরিমাণ দিনদিন বেড়েই চলছে। বিশ্বের উন্নত দেশসমূহে এসব ব্যবহৃত প্লাস্টিক রিসাইকেল করার ব্যবস্থা থাকলেও আমাদের দেশে তা এখনও হয়নি।
তিনি আরো বলেন, প্লাস্টিক অপচনশীল দ্রব্য। আমাদের ব্যবহৃত প্লাস্টিকগুলো বছরের পর বছর ধরে টিকে থাকে। যার ফলে মাটি তার উর্বরতা হারাচ্ছে। পরিবেশ দিনদিন দূষিত হয়ে উঠছে। তাই আমাদের প্লাস্টিক ব্যবহারে সচেতন হতে হবে। যতটা সম্ভব প্লাস্টিকজাত পণ্য কম ব্যবহার করতে হবে। পরিবেশকে দূষণমুক্ত রাখার দায়িত্ব আমাদেরই।
এসময় ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, চবি সহকারী প্রক্টর নাজেমুল মুরাদ ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের প্রভাষক হাসনাইন ইস্তেফাজ পাভেল সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সংগঠনটির সদস্যরা সোহরাওয়ার্দী হল, জিরো পয়েন্ট, রেলস্টেশনসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।
সংগঠনটির আহবায়করা বলেন, প্লাস্টিক, পলিথিন,ইলেকট্রনিক বর্জ্য বর্তমানে পৃথিবীর প্রাণীকুলের অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠেছে। এ হুমকি মোকাবেলায় এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের উদ্দেশ্যে আমরা এ সংগঠনের উদ্যোগ নিয়েছি। আমরা আজকে ক্যাম্পাসের বিভিন্ন জায়হায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছি। ভবিষ্যতেও আমাদের এ ধারা অব্যাহত থাকবে।