আজ বুধবার ║ ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ বুধবার ║ ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ║ ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    ময়মনসিংহ সিএন্ডএফ সমবায় সমিতির ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    বৃহত্তর ময়মনসিংহ সিএন্ডএফ কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতি লিমিটেড কর্তৃক আয়োজিত ফুটবল টুর্ণামেন্ট সিজন-২০২৩ইং এর উদ্বোধন করা হয়েছে।

    শুক্রবার (২৪ নভেম্বর) বিকাল ৩ টায় হালিশহর শারীরিক শিক্ষা কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

    সংগঠনের সাংগঠনিক সম্পাদক শরীফুল হাসান লিংকন এর পরিচালনায় উদ্বোধক ছিলেন এসোসিয়েশনের উপদেষ্টা খন্দকার লতিফুর রহমান আজিম।

    প্রধান অতিথি ছিলেন বৃহত্তর ময়মনসিংহ সমিতি চট্টগামের মহাসচিব প্রকৌশলী মোহাম্মদ শামীম, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের যুগ্ম কমিশনার মো. মিজানুর রহমান, সানমার ওশান সিটি ওনার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. মোজাম্মেল হক।

    আরও উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের সভাপতি মোঃ মঞ্জুরুল হক মঞ্জু, সাধারন সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, টুর্নামেন্ট আহবায়ক মজিবুর রহমান এবং সদস্য সচীব মো. শাহআলম প্রমুখ।

    বক্তারা বলেন, সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়ায়। আর দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে। বর্তমান সময়ে শহরাঞ্চলে খেলার মাঠ দিনে দিনে কমছে

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব