
সবুজ প্রকৃতি ধ্বংস করে বাণিজ্যিকরণের বিরুদ্ধে চট্টগ্রামের সংস্কৃতিকর্মী, প্রকৃতিপ্রেমী, সমাজকর্মী, সাংবাদিকসহ সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছে নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।শুক্রবার (২৪ নভেম্বর) এ আহবান জানান চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক সুজন।
সুজন বলেন,চট্টগ্রামের বিভিন্ন সংস্থা নানা অজুহাতে সবুজ প্রকৃতি ধ্বংস করে বাণিজ্যিকরণের পাঁয়তারা করছে। এভাবে ধীরে ধীরে চট্টগ্রামের সবুজ হারিয়ে যেতে বসেছে। এক সময় চট্টগ্রাম শহরটি গাছ-গাছালি, পাহাড়, নদী, ঝিল এবং খোলা জায়গায় পরিপূর্ণ ছিল। কিন্তু কালের বিবর্তনে পড়ে চট্টগ্রামের সেসব প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে যেতে বসেছে। বিভিন্ন সংস্থা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নামে কোন প্রকার সমীক্ষা ছাড়াই সবুজ প্রকৃতি ধ্বংস করছে। মনগড়া উন্নয়ন প্রকল্পের মাধমে সবুজ প্রকৃতি বিলীন করা হচ্ছে। এভাবে চলতে থাকলে চট্টগ্রামের সবুজ প্রকৃতি ধ্বংস হয়ে বিরাণভূমিতে পরিণত হবে বলেও মত প্রকাশ করেন তিনি। প্রকৃতি অকৃপণ হাতে আমাদের এসব সবুজ উপহার দিলেও আমরা নিজেরাই আমাদের সবুজ ধ্বংস করছি। প্রকল্প গ্রহণের ক্ষেত্রে পরিবেশের ক্ষতির চেয়ে বাণিজ্যিকরণটা সেখানে অনেক বেশি গুরুত্বের সাথে দেখা হয়। কিন্তু আমরা এটা বিবেচনা করি না যে, প্রকৃতি ধ্বংস করা মানে পরিবেশ বিপন্ন করা। আর পরিবেশ বিপন্ন করার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনটাকেও বিপর্যয়ের মধ্যে ফেলে দিচ্ছি। তাই প্রকল্প গ্রহণের ক্ষেত্রে পরিবেশের বিষয়টা গুরুত্ব দেওয়া একান্ত জরুরি বলেও মনে করেন তিনি। সাগর, নদ-নদী, পাহাড়, ঝিলসহ প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত চট্টগ্রামের গুরুত্বকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য এখানে টানেল নির্মাণ করা হয়েছে। আরো বৃহৎ বৃহৎ প্রকল্পের নির্মাণ কাজ সমাপ্তির মধ্য দিয়ে চট্টগ্রামকে একটি অর্থনৈতিক সমৃদ্ধশালী নগরীতে রূপান্তরের কাজ চলছে। তাই বিভিন্ন সংস্থার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সময় পরিবেশের সৌন্দর্য রক্ষা করাটা একান্ত জরুরি। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে অনেক মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এসব প্রকল্প গ্রহণের পূর্বে পরিবেশ যাতে নষ্ট না হয় সে বিষয়টা গুরুত্বসহকারে বিবেচনা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কঠোর নির্দেশনা প্রদান করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী নিজেও পরিবেশের প্রতি অত্যন্ত সদয়। তাই আমাদেরও এমন কোন প্রকল্প গ্রহণ করা উচিত হবে না যেখানে সবুজ প্রকৃতি কিংবা পরিবেশের ক্ষতি হয়। সম্প্রতি সিআরবির সবুজ প্রকৃতি ধ্বংস করে হাসপাতাল নির্মাণের উদ্যোগের বিরুদ্ধে এক হয়েছিল চট্টগ্রামের সর্বস্তরের মানুষ। অবশেষে সেখানে হাসপাতাল নির্মাণের প্রকল্প থেকে সরে আসে কর্তৃপক্ষ। চট্টগ্রামের জেলা প্রশাসনও চট্টগ্রামের পরিবেশ-প্রকৃতি রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। তাই চট্টগ্রামের আনাচে-কানাচে যেখানেই সবুজ প্রকৃতি ধ্বংস করা হবে সেখানেই প্রতিবাদের কন্ঠ সরব রাখার জন্য চট্টগ্রামের আপামর জনগনের প্রতি আহবান জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।