আজ শনিবার ║ ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ║২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ║ ১০ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সর্বশেষ:

    চট্টগ্রামে অধ্যক্ষ হেকিম আব্দুল্লাহর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    বাংলাদেশ তথা চট্টগ্রামের অন্যতম প্রথিতযশা আলেমে দ্বীন, বিদগ্ধ শিক্ষাবিদ, প্রজ্ঞাবান ইসলামী চিন্তাবিদ ও সমাজসংস্কারক অধ্যক্ষ হেকিম মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ (রহঃ)-এর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক হৃদয়স্পর্শী স্মরণসভা ও দোয়া মাহফিল বুধবার (১১ জুন) নগরের চেরাগি পাহাড়ে অনুষ্ঠিত হয়েছে। মুসলিম হিস্ট্রি এসোসিয়েশন, বাংলাদেশ লুসাই হলে এ সভার আয়োজন করে। সভায় মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেন বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজনেরা। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সম্পাদক, লেখক ও সংগঠক মাস্টার আবুল হোসাইন। প্রধান অতিথি ছিলেন বরেণ্য লেখক, গবেষক ও কবি আল্লামা চৌধুরী গোলাম রাব্বানী। মুসলিম হিস্ট্রি এসোসিয়েশন বাংলাদেশের সভাপতি ইতিহাসবেত্তা সোহেল মোহাম্মদ ফখরুদ-দীনের সঞ্চালনায় উক্ত স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মরহুমের সুযোগ্য সন্তান, জাতীয় কবিতা মঞ্চের সভাপতি কবি ও অনুবাদক মাহমুদুল হাসান নিজামী, বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব এম এ হাসেম রাজু, চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মোহাম্মদ কামাল উদ্দিন, সংগ্রাহক সুফি ওমর ফারুক, সংগঠক এম. নুরুল হুদা চৌধুরী, সাংবাদিক কামরুল হুদা, এস এম পিন্টু, নজরুল ইসলাম, প্রধান শিক্ষক লায়ন সমীরণ বড়ুয়া, ছড়াকার মানজুর ছফা, কবি কুতুবউদ্দিন বখতিয়ার, কবি আলমগীর হোসেন প্রমুখ। সভায় বক্তারা বলেন, মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ (রহঃ) ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র, যিনি আলোর পথ দেখিয়েছেন হাজারো মানুষকে। তিনি ছিলেন সত্য ও ন্যায়ের অনুগামী, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এক নির্ভীক পুরুষ। তাঁর চিন্তা, নৈতিকতা, আত্মত্যাগ ও কর্মের বহুমাত্রিক দিক আজো সমানভাবে প্রাসঙ্গিক। তিনি বহু শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মক্তব প্রতিষ্ঠা করে গেছেন, যার সুফল এখনো সমাজে দৃশ্যমান। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চলে তাঁর ছাত্ররা দ্বীনের খেদমতে নিয়োজিত থেকে সমাজ গঠনে ভূমিকা রাখছেন। অনুষ্ঠানে উপস্থিত আলেম, সাহিত্যিক ও বিশিষ্টজনেরা তাঁর জীবন ও কর্মকে অবলম্বন করে একটি স্মারক গ্রন্থ প্রকাশের দাবি জানান, যাতে আগামী প্রজন্ম তাঁর আদর্শে অনুপ্রাণিত হতে পারে। স্মরণসভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print