আজ শুক্রবার ║ ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ শুক্রবার ║ ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ║৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৭ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত করার অপরাধে আটক ২

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থান থেকে অসহায় মেয়েদের এনে অসামাজিক কার্যকলাপে লিপ্ত করা এবং মারধর করে যৌন নিপীড়নের শিকারে পরিণত করার অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

    সিএমপি বন্দর থানার এসআই আব্দুল্লাহ আল নোমান সংগীয় ফোর্সসহ বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং ইশান মিস্ত্রির হাটে মিষ্টিমুখ সংলগ্ন ডাক্তার সরোয়ারের বিল্ডিংয়ে অভিযান পরিচালনা করে মোঃ গোলাম মোস্তফা ও মোঃ মিশকাতকে আটক করেন। এসময় ঘটনাস্থল থেকে ২ জন নারী ভিকটিমকে নারী পুলিশের সহায়তায় উদ্ধার করা হয়।

    পুলিশ জানিয়েছে, আটককৃত ব্যক্তিরা পলাতক অপর ব্যক্তিদের সহায়তায় সংঙ্গবদ্ধভাবে পরস্পর যোগসাজশে বর্ণিত উদ্ধারকৃত ভিকটিমদের ঘটনাস্থলে আটক রেখে ভিকটিমদের অসহায়ত্ব ও আর্থসামাজিক দুরাবস্থার সুযোগ নিয়ে যৌনকর্মী হিসেবে নিয়োজিত করে অবৈধভাবে আর্থিক লাভের উদ্দেশ্যে ভিকটিমদেরকে ইচ্ছার বিরুদ্ধে খদ্দেরদের নিকট পাঠানো এবং মারধর করে যৌন নিপীড়নের শিকারে পরিণত করেছে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।

    আটককৃতদের বিরুদ্ধে সিএমপি বন্দর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব