আজ সোমবার ║ ২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ║৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৬শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সর্বশেষ:

সন্দ্বীপ কিশোর কিশোরী ক্লাব সদস্যদের কারাতে প্রশিক্ষণ প্রদান

Share on facebook
Share on whatsapp
Share on twitter

সন্দ্বীপে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় পৌরসভা কিশোর কিশোরী ক্লাব এর সদস্যদের কারাতে প্রশিক্ষণ প্রদান ও পোশাক বিতরণ করা হয়েছে।এরপর কিশোর কিশোরী ক্লাব সম্পর্কে উপজেলা চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন কে অবহিতকরণ করা হয়েছে।৯ অক্টোবর বিকালে সন্দ্বীপ মডেল উচ্চ বিদ্যালয় হল রুমে উক্ত কারাতে প্রশিক্ষণ পরিচালনা করা হয়। কারাতে প্রশিক্ষনে প্রশিক্ষক ছিলেন মোঃ আলী আকবর।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর প্রশিক্ষক মোহাম্মদ আবদুল খালেক, জেন্ডার প্রোমোটার আবু ছায়েদ, সংগীত শিক্ষক তফসির হোসেন জুয়েল, আবৃত্তি শিক্ষক শারমিন সুমা এবং সন্দ্বীপ মডেল স্কুল এন্ড কলেজ এর শিক্ষক মন্ডলী ।

এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর প্রশিক্ষক মোহাম্মদ আবদুল খালেক জানান কিশোর কিশোরীরা বয়ঃসন্ধিকালীন সময় থেকে শুরু করে অনেক বখাটের উৎপাত ও শারীরিক ও মানষিক নির্যাতনের মুখোমুখী হতে হয়।তাই তাদের শরীর চর্চার পাশাপাশি নিজেদের আত্মরক্ষার কৌশল জানা অতীব জরুরী। সে বিষয়টি মাথায় রেখে কিশোর কিশোর ক্লাব স্থাপন প্রকল্প থেকে তাদের জন্য সারাদেশের ক্লাব সদস্যদের এই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তিনি আরো জানান এই প্রশিক্ষন পরিচালনা করার জন্য চিত্র নায়ক রুবেল উক্ত প্রকল্পে চুক্তিবদ্ধ হয়েছেন।আগামী মাসে তিনিও সন্দ্বীপে স্ব-শরীরে এসে এই প্রশিক্ষণ প্রদান করবেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print