
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতার জন্য চট্টগ্রাম-৬ ( রাউজান) এবং চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রাপ্ত ২ হেভিওয়েট প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও হুম্মাম কাদের চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন । গত ১৮ ডিসেম্বর গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও হুম্মাম কাদের চৌধুরীর পক্ষে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যক্তিগত সচিব, কলামিস্ট ও লেখক এম এ মাসুদ ।
উল্লেখ্য, বিএনপি’র হেভিওয়েট নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ইতিপূর্বে ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং হুম্মাম কাদের চৌধুরী এই প্রথম সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হুম্মাম কাদের চৌধুরীর পিতা মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং ৩ বার মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন ।










