আজ শুক্রবার ║ ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ শুক্রবার ║ ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

চবি শিক্ষার্থীকে যৌন হেনস্থার অভিযোগে ছাত্রলীগ কর্মী গ্রেফতার

Share on facebook
Share on whatsapp
Share on twitter

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সংস্কৃত বিভাগের এক শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগে ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের এক ছাত্রকে আটক করেছে পুলিশ।

রোববার (৩ নভেম্বর) দুপুরে ভুক্তভোগী ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করে হাটহাজারী থানা পুলিশ।

আটক ওই শিক্ষার্থী ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মারুফুল ইসলাম শাকিল।

ভুক্তভোগীর অভিযোগ থেকে জানা যায়, মারুফুল ইসলাম শাকিলের সঙ্গে তার পাঁচ বছরের সম্পর্ক ছিল। সে ভয় দেখিয়ে আমাকে সম্পর্কে জড়াতে বাধ্য করে। আমি যতবার সম্পর্ক থেকে বের হয়ে আসতে চেয়েছি ততবার সে আমার গায়ে হাত তোলেছে এবং মানসিক নির্যাতন করেছে। এছাড়াও বিয়ের প্রলোভন দেখিয়ে জোর করে শারীরিক সম্পর্ক করে এবং আপত্তিকর ছবি ও ভিডিও করে। আমি ছাড়াও আরও অনেক মেয়েদের সঙ্গে শাকিল পাঁচ/ছয় বছরের সম্পর্কে জড়িত। এবং তাদের থেকেও ছবি, ভিডিও নিয়ে শারীবিক সম্পর্ক করে। বর্তমানে সে আমাকে পারিবাবিক এবং সামাজিক-ভাবে হেনস্তা করার হুমকি দিচ্ছে।

এ ব্যাপারে অভিযুক্ত মারুফুল ইসলাম শাকিল বলেন, তার সাথে আমার ভালো সম্পর্ক ছিল। সে বেশকিছু সমস্যার মধ্যে ছিল আমি তাকে সাহায্য করেছি। সে আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছে এগুলোর কোনো সত্যতা নেই। সে আমাকে ফাঁসিয়ে দিচ্ছে।

চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, এক শিক্ষার্থী অভিযোগ জানিয়েছিল তার সঙ্গে আরেকজন শিক্ষার্থী বছরের পর বছর ধরে অনৈতিক সম্পর্ক করে আসছে। সে অভিযোগের প্রমাণ আমাদের কাছে দিয়েছে। বিষয়টি হাটহাজারী থানার ওসিকেও জানিয়েছিল। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ ছেলেটিকে আটক দেখিয়ে থানায় নিয়ে গেছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print

সর্বাধিক পঠিত

আমাদের ফেসবুক

আমাদের ইউটিউব

সর্বশেষ খবর