
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি ও চট্টগ্রাম-১২(পটিয়া) আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রচেষ্টায় বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বঙ্গবন্ধু রাজনৈতিক সংস্কৃতির ধারক বাহক এবং গণমানুষের দল হিসেবে তিল তিল করে গড়ে উঠেছে আওয়ামী লীগ। বাঙালি জাতির মুক্তিসংগ্রাম ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে নেতৃত্বদানকারী একমাত্র সংগঠন আওয়ামী লীগ। আওয়ামী লীগের শক্তি জনগণ, কোনো পরাশক্তি নয়। কোনো পরাশক্তি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেনি। আওয়ামী লীগের হাত ধরেই রচিত হয়েছে পাকিস্তানি শোষকদের বিরুদ্ধে প্রতিটি আন্দোলন-সংগ্রাম। আওয়ামী লীগের ইতিহাস সংগ্রাম, সৃষ্টি, অর্জন ও উন্নয়নের ইতিহাস। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন মহাযজ্ঞে এগিয়ে যাচ্ছে দেশ। আগামী ৭ জানুয়ারী নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মুক্তিযুদ্ধে‘র পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে নৌকার বিজয় সুনিশ্চিত হবে ইনশাল্লাহ। তিনি মঙ্গলবার পটিয়া বীরমুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি‘র বক্তব্যে এ কথা বলেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আ‘লীগের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা সামশুদ্দিন আহমদ, বীরমুক্তিযোদ্ধা কাজী আবু তৈয়ব, বীরমুক্তিযোদ্ধা চৌধুরী মাহাবুবুর রহমান, পটিয়া উপজেলা আ‘লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আকম সামশুজ্জমান চৌধুরী, জাসদ নেতা বীরমুক্তিযোদ্ধা আহমদ নুর, বীরমুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, বীরমুক্তিযোদ্ধা ফজল আহমদ, বীরমুক্তিযোদ্ধা যুগল সরকার, বীরমুক্তিযোদ্ধা আহমদ শরীফ মনির, বীরমুক্তিযোদ্ধা আজম সাদেক, বীরমুক্তিযোদ্ধা আমির হোসেন ম্যানেজার, বীরমুক্তিযোদ্ধা আবু তাহের চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা জেপ্রিয় বড়–য়াসহ বীরমুক্তিযোদ্ধাবৃন্দ বক্তব্য রাখেন।