
চট্টগ্রাম সরকারি মহসিন কলেজ ছাত্র মোর্শেদ রহমান তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। সোমবার বিকালে নগরের ষোলশহর ২নম্বর গেইটস্থ বাসা থেকে বের হয়ে সে নিখোঁজ হন। সে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ড মাইজ পাড়ার মোহাম্মদ খোরশেদ আলমের সন্তান। চট্টগ্রাম হাজী মোহাম্মদ মহসিন কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।
মোর্শেদ রহমানের বড় ভাই মোহাম্মদ হোসাইন বলেন, মোর্শদ বিকালে বাসা থেকে বের হন। রাতে সে বাসায় না ফেরায় আত্মীয় স্বজন ও তার বন্ধুদের কাছে ফোনে যোগাযোগ করে না পাওয়ায় তারা অস্থির হয়ে উঠি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় পরিবারের সদস্যরা খুলশী থানায় সাধারণ ডায়েরি করেন।
মোর্শেদের বাবা খোরশেদ আলম বলেন, ছেলের ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। তার মা ছেলের জন্য অস্থির হয়ে উঠেছে।
খবরটি পড়েছেন : ২০ ১২২