
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অফিসার্স মেসে ‘অনশ্বর পিতা’র শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর নাসিরাবাদে অবস্থিত সিএমপি অফিসার্স মেসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিকে স্মরণীয় করার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক জাতির পিতার বর্ণাঢ্য জীবন ও দর্শন নিয়ে নির্মিত কর্নার ‘অনশ্বর পিতা’ এই শুভ উদ্বোধন ও আলোচনা সভা শনিবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনার কৃষ্ণ পদ রায়।
অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা।
আরো উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম. এ. মালেক,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহম্মদ, চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ কে এম সরোয়ার কামাল।
সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশ’র ( অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামে অবস্থিত পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত বাংলাদেশ পুলিশের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ।
সিএমপি প্রান্তে আরো উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়াসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ