আজ বুধবার ║ ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ বুধবার ║ ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ║ ১২ই রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    সংবিধান মোতাবেক শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে: সুজন

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    সংবিধান মোতাবেক শেখ হাসিনা সরকারের অধীনেই আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মত প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।
    বিএনপি-জামায়াত চক্রের অপতৎপরতার বিরুদ্ধে জনগনের জানমাল রক্ষায় বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে নগরীর নিমতলা চত্বরে বন্দর থানা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন তিনি।
    সুজন বলেন, বিএনপি-জামায়াত চক্র এবার আর অবরোধের নামে গাড়ি পুড়িয়ে পার পাবে না। তারা যতই জনগনের গাড়ি পুুড়িয়ে ত্রাস সৃষ্টি করুক না কেন সংবিধান মোতাবেক শেখ হাসিনা সরকারের অধীনেই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন ইতোমধ্যে তাদের প্রস্তুতি শুরু করেছে। তাই বিএনপিকে মানুষের জান-মালের ক্ষয়ক্ষতি না করে নির্বাচনে আসার আহবান জানান তিনি। তিনি আরো বলেন, আমরা জনগনের জান-মাল রক্ষায় শান্তি ও উন্নয়ন সমাবেশ করছি। আমরা কোথাও বিএনপিকে শান্তিপূর্ণ আন্দোলন করতে বাধা সৃষ্টি করছি না। কিন্তু তারা যদি আন্দোলনের নামে অহেতুক জনগনের ক্ষতি করতে চায় তাহলে আমরা আর চুপ করে থাকবো না। তাদের প্রতিটি ধ্বংসাত্বক কর্মসূচীর দাঁত ভাঙ্গা জবাব দিতে আমরা প্রস্তুত। সুজন বলেন, এই নিমতলা চত্বর ঐতিহাসিক চত্বর। চট্টগ্রাম বন্দরের সাথে লাগোয়া এ চত্বরটি অনেক আন্দোলন সংগ্রামের স্বাক্ষী। আমরা আজ এখানে অবস্থান নিয়েছি কোন কুচক্রীমহল যাতে দেশের অর্থনীতির সোনার ডিম পাড়া রাজহাঁস চট্টগ্রাম বন্দরের কোন ক্ষতি করতে না পারে। তিনি উপস্থিত জনগনের উদ্দেশে বলেন, আপনারা দেখুন বিএনপি-জামায়াত চক্র আজ সারাদেশে অবরোধ ডেকেছে। কিন্তু এখানে কি অবরোধের কোন চিহ্ন আছে? গাড়ির জন্য রাস্তায় জ্যাম লেগে গিয়েছে। সুতরাং দেশের মানুষ ঘৃণাভরে তাদের অবরোধ প্রত্যাখান করেছে। চালক ভাইয়েরা সমস্ত ভয়ভীতি উপেক্ষা করে গাড়ি নিয়ে রাস্তায় নেমে এসেছে। তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। প্রশাসনের পাশাপাশি রাজপথে অবস্থান নিয়ে বিএনপি-জামায়াত চক্রের সমস্ত অরাজকতার বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীরা প্রতিরোধ গড়তে প্রস্তুত বলে জানান সুজন। তিনি নেতা-কর্মীদের দিনব্যাপী রাস্তায় অবস্থানের পাশাপাশি সন্ধ্যায় যার যার এলাকায় গিয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগনের কাছে উপস্থাপনের অনুরোধ জানান। এছাড়া আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য এখন থেকেই ভোটকেন্দ্র ভিত্তিক কার্যক্রম পরিচালনার জন্য নেতা-কর্মীদের নির্দেশনা দেন খোরশেদ আলম সুজন। বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান আহমদ’র সভাপতিত্বে এবং ওয়াহিদ মুরাদ রাসেলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মো. ইলিয়াছ, ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মো. ইসকান্দর মিয়া, ৩৭নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জানে আলম, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আব্দুল মান্নান, ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক ও কাউন্সিলর মোর্শেদ আলী, এছাক চৌধুরী, কামাল ইসহাকী, হাফেজ মো. ওকার উদ্দিন, সৈয়দ হোসেন, আবুল হোসেন, আব্দুল মান্নান, শওকত হোসেন জগলু, মো. রাশেদ, হাসমত আলী, মিজানুর রহমান মিজান, ৩৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শেখ মো. জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক হাবিব শরীফ, মো. শাহাবুদ্দীন, মেজবাহ উদ্দিন মোর্শেদ, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি এস এম ইমরান আহাম্মেদ ইমু, মো. নাছির, মো. এছকান্দর, হাসান মুরাদ, জাহিদ হোসেন, তারেক হোসেন, সাইফ নুর প্রমূখ।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব

    সর্বশেষ খবর