
‘‘আমরা বদলে যাবে আমরা বদলে দেবো’’ ‘‘উন্নয়নের শীর্ষে যাবো যথাযথ আয়কর দেবো’’ এ প্রতিপাদ্য নিয়ে আগামী পহেলা নভেম্বর থেকে আয়কর তথ্যসেবা মাস ব্যাপী শুরু হতে যাচ্ছে। চট্টগ্রাম কর অঞ্চল-১ সার্কেল-২২(পটিয়া) উদ্যোগে এই তথ্যসেবা কার্যক্রম চলবে বলে জানিয়েছেন চট্টগ্রাম কর-১, সার্কেল-২২ (পটিয়া) সহকারি কর কমিশনার মো: মারফত আলী।
এ বিষয়ে সার্কেল-২২ (পটিয়া) সহকারি কর কমিশনার মো: মারফত আলী জানান, আয়কর তথ্য সেবা মাস (১-৩০ নভেম্বর ২০২৩) উপলক্ষে পটিয়া উপজেলা এবং সাতকানিয়া উপজেলার ব্যবসায়ী ও গৃহসম্পত্তি খাতে আয় আছে এমন সকল করদাতার ২০২৩-২০২৪ করবর্ষের আয়কর রিটার্ন অত্র অফিসে সাদরে গ্রহন করা হবে। প্রাপ্তি স্বীকারপত্র প্রদান। ই-টিআইন/ ই-রির্টান সঙক্রান্ত সেবা প্রদান। আয়কর রির্টান ফর্ম ও চালান সরবরাহ। আয়কর সম্পর্কিত পরামর্শ/ তথ্য প্রদান করা হবে। সময় মত আয়কর প্রদান করে দেশের উন্নয়নের সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।