আজ রবিবার ║ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ রবিবার ║ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    হাছান মাহমুদ ও তার মেয়েসহ ৮৩ জনের বিরুদ্ধে চট্টগ্রাম তিন মামলা

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    চট্টগ্রামে এবার সাবেক পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ, তার মেয়ে সাকিলা জুমাইদা মাহমুদ ও তার ভাই এরশাদ মাহমুদসহ ৮৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪২ জনের বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে।

    তিনটি মামলার মধ্যে দুইটিতে ড. হাছান মাহমুদকে প্রধান আসামি করা হয়। একটি মামলায় তার মেয়ে সাকিলা জুমাইদা মাহমুদ প্রধান আসামি। অপর মামলায় ড. হাছান মাহমুদের ভাই এরশাদ মাহমুদ ২নং আসামি।

    বুধবার (২৮ আগস্ট) চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে রাঙ্গুনিয়ার স্থানীয় ৩ ব্যক্তি পৃথক পৃথকভাবে এই মামলাগুলো দায়ের করেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পেশকার জয়নাল আবেদীন। রাঙ্গুনিয়ার প্রবাসী মোঃ হারুন রশীদ প্রকাশ মোঃ হারুনর রশীদ বাদী হয়ে করা মামলায় ড. হাছান মাহমুদের মেয়ে সাকিলা জুমাইদা মাহমুদসহ ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০ জনকে আসামি করা হয়। মামলাটিতে আসামিদের বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক জায়গা জমি রেজিষ্ট্রি করিয়ে নেওয়ার অভিযোগ করা হয়।
    এই মামলায় সংশ্লিষ্ট থানাকে থানা মামলা হিসাবে গ্রহণ আদেশ দেয় আদালত। রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনার এলাকার বাসিন্দা মোঃ ওসমান বাদী হয়ে করা মামলায় ড. হাছান মাহমুদসহ ৩২ উল্লেখ করে ১২ জন অজ্ঞাতনামা আসামি করা হয়।
    এই মামলায় আসামিদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করা হয়। মামলার বিষয়টি রাঙ্গুনিয়া থানাকে তদন্তের নির্দেশ দেয় আদালত।
    রাঙ্গুনিয়া স্থানীয় বাসিন্দার কামাল উদ্দিন নামে এক ব্যক্তি বাদী হয়ে করা মামলায় ড. হাছান মাহমুদকে প্রধান আসামি এবং তার ভাই এরশাদ মাহমুদকে ২য় আসামি করে ৪২ জনের নাম উল্লেখ করা হয়। এই মামলায় কোন অজ্ঞাত নামা আসামি করা হয়নি। আসামিদের বিরুদ্ধে মামলার বাদীকে মারধর করে গুরুতর আঘাতের অভিযোগ আনা হয়।
    ড. মঈন উদ্দিন আহমদ এডভোকেট নামে বাদী পক্ষের এক আইনজীবী বলেন, যে সরকার থাকুক না কেন? সবাই যেন আইনের আশ্রয় পাওয়ার সমান অধিকার পায়। মামলা বাদী এক সময় এই ঘটনার বিচার জন্য মামলা করতে পারেননি।
    আজ দেশের একটি ভালো পরিবেশ সৃষ্টি হওয়াতে আসামিদের বিরুদ্ধে মামলা করেছে। আশা করি বাদী পক্ষ ন্যায় বিচার পাবে।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব