চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায় সহ অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্তিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিগণকে র্যাংক ব্যাজ পরিধান করান।
র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী এবং পুনাক সিএমপির সভানেত্রী রীতা দাস, পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সদ্য পদোন্নতিপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তাগণ ও তাঁদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় আইজিপি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণকে ফুল দিয়ে অভিনন্দিত করেন এবং পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণও আইজিপি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য যে, গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি প্রদান করা হয়।