আজ শনিবার ║ ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ শনিবার ║ ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ║২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ║ ৯ই শাবান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    সন্দ্বীপ মোমেনা সেকান্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসুচী

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    সন্দ্বীপ পৌরসভা ৩ নং ওয়ার্ডস্থ মোমেনা সেকান্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসুচী পালিত হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিলো জাতীয় পতাকা উক্তোলন, শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন,চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং আলোচনা সভা সহ বিজয়ী ছাত্র/ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন।

    আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাদল রায় স্বাধীন।অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মহব্বত বাঙ্গালী,বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ও আওয়ামীলিগ নেতা সাইফুল ইসলাম,বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও রেমিটেন্স যোদ্ধা,ইঞ্জিনিয়ার লক্ষণ চক্রবর্তী,কার্তিক চক্রবর্তী প্রমুখ।সভায় উদ্বোধনী ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জাহানারা বেগম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক জুলফিকার হোসেন।

    সভায় বক্তারা বলেন অনেক সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে আমাদের এই বিজয় অর্জন হয়েছে। লাখো বাঙ্গালীর প্রাণ ও মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা একটি স্বাধীন ভূখন্ড ও লাল সবুজের পতাকা পেয়েছি। যে সব হায়েনারা সেদিন নারকীয় হত্যাকান্ড চালিয়েছিলো তাদের দোসররা আজও সুযোগ বুঝে আমাদের এই দেশের বিরুদ্ধে চক্রান্তে তৎপর হয়ে উঠে, তাই এ স্বাধীন দেশের মানচিত্র রক্ষায় আমাদের সদা তৎপর থাকতে হবে। এবং বিজয় অর্জনের পিছনের কঠোর সংগ্রাম ও ত্যাগের প্রকৃত ইতিহাস শিশুদের জানতে হবে।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব