গত ২৫ আগস্ট শুক্রবার উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আইসিইউ সেবা চালুর দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে সন্দ্বীপ অধিকার আন্দোলন নামের স্থানীয় একটি সামাজিক সংগঠন। সংগঠনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলে আসছে দীর্ঘ সময় ধরে। এ দাবিতে দ্বীপ উপজেলার শান্তিরহাট,শিবেরহাট, কাজীপাড়া তেমাথা, আলীমিয়ার বাজারসহ বিভিন্ন জনবহুল হাট-বাজারে পথসভা করে সংগঠনটির নেতা-কর্মীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে তারা। দাবিটি জনগণের মাঝে পৌঁছে দিতে ১০ নভেম্বর স্থানীয় সী-বীচে ওপেন কনসার্টের আয়োজন করেছে সংগঠনটি। সংগঠনটির সভাপতি মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি দাবি করেন, স্বাধীনতার অর্ধশত বছর পাড় হলেও এখনও সন্দ্বীপে চাহিদা মতো ডাক্তার থাকে না। অজ্ঞাত কারণে বন্ধ রয়েছে ল্যাব,ইসিজি মেশিনসহ প্রয়োজনীয় সেবা। হার্টস্ট্রোক,ব্রেনস্ট্রোক,শ্বাসকষ্টের রোগীসহ গর্ভবতী মহিলারা নদীপথেই মারা যাচ্ছে।
নদীপথে দুর্ভোগের শিকার যাত্রীদের পক্ষে জেলা সিভিল সার্জন ও স্বাস্থ্যের মহাপরিচালক বরারবরেও স্মারকলিপিও দিয়েছে সংগঠনের দায়িত্বশীলরা।
বন্ধ হওয়া ল্যাব-ইসিজি মেশিন ও আইসিইউ সেবা চালুর কোন উদ্যোগ আছে কি না জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মানস বিশ্বাস বলেন,এসব বিষয়ে কোন তথ্য নেই।জনৈক আনোয়ার সাহেবের সাথে কথা বলার নির্দেশ দিয়ে ফোন কেটে দেন।