
সন্দ্বীপে এমপি মাহফুজুর রহমান মিতার নৌকার মনোনয়ন প্রাপ্তিতে আনন্দ মিছিল করেছে সন্দ্বীপ পৌরসভা আওয়ামীলিগ,যৃবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন। এই মনোনয়নের মাধ্যমে মাহফুজুর রহমান মিতা তিন তিনবার মনোনয়ন পেয়ে এখন হ্যাট্রিক বিজয়ের দ্বারপ্রান্তে।এই আনন্দে সন্দ্বীপ উপজেলা আওয়ামীলিগ সহ সকল ইউনিয়নেও যেন ঈদের আনন্দ নেমে এসেছে।মনোনয়ন ঘোষনার সাথে সাথে সর্বত্র আনন্দ মিছিল নিয়ে সবাই রাস্তায় নেমে পড়েন। সাথে ঢোল, করতল সহ বিভিন্ন বাদ্যযন্ত্র ও ছিলো মিছিলকে আনন্দমুখর করে তুলতে। টানা তৃতীয়বারের মতো নৌকার মনোনয়ন পাওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে তৈরি হয়েছে এই উৎসবের আমেজ । বিকাল সাড়ে চারটায় পৌরসভা ৩ নং ওয়ার্ডের হসপিটাল মোড় থেকে প্রথমে সারিবদ্ধ ভাবে রাস্তায় দাঁড়িয়ে সবাই হাতের তালি দিতে দিতে মুহু মুহু শ্লোগান শুরু করে। তারপর রওয়ানা করে মিছিল করতে করতে পৌর প্রাঙ্গণে জড়ো হয়। পরে আবার প্রধান প্রধান সড়কে আনন্দ মিছিল বের করে তারা।
উক্ত মিছিলের শুরুতে কাউন্সিলর মহব্বত বাঙ্গালী, ৩ নং ওয়ার্ড আওয়ামীলিগ সভাপতি আব্দুল বাতেন, ২ নং ওয়ার্ড আওয়ামীলিগের সাধারন সম্পাদক মোঃ কাসেম,৩ নং ওয়ার্ড আওয়ামীলিগের সাংগঠনিক সম্পাদক কার্তিক চক্রবর্তী,ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দিনের নেতৃত্বে মিছিল শুরু হয়।পরে পৌরসভা অফিস প্রাঙ্গন থেকে পৌর আওয়ামীলিগের সাধারন সম্পাদক সফিকুল মাওলা, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সহ সকল পর্যায়ের নেতা কর্মীরা অংশ গ্রহন করেন। এরপর বিভিন্ন স্থানে নেতা কর্মীদের মিষ্টি মুখ করানো হয়।
মিছিল শেষে নেতা কর্মীরা মতবিনিময় কালে সন্দ্বীপ থেকে এমপি মাহফুজুর রহমান মিতাকে নিশ্চিত বিজয় সু-নিশ্চিত করতে নির্বাচনের শেষ দিন পর্যন্ত মাঠে শক্ত অবস্থানে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।