দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মনোনীত প্রার্থী তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার ( ৪ জানুয়ারী) সকাল ১১ ঘটিকায় সন্দ্বীপ আসনে জাসদের মনোনীত প্রার্থী নুরুল আকতার নিজে উক্ত নির্বাচনী ইশতেহার ঘোষনা করলেন।
সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্সের সন্দ্বীপ টাওয়ার নুরুল মোস্তফা সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ ইশতেহার ঘোষণার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নিরাপদ নৌ পথ বাস্তবায়ন আন্দোলনের সদস্য সচিব আমিনুর রসুল বাবুল, জাসদ ঢাকা মহানগর যুগ্ম সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রাজা, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, উপজেলা জাসদ সভাপতি শহিদুল ইসলাম রিপন সহ অনেকে।
ইশতেহারে নৌ-যাতায়তের দূর্ভোগ লাঘব,নতুন জেগে উঠা ভূমির মালিকানা ফিরে দেওয়া, স্বাস্থ্যখাতের উন্নয়ন,শিক্ষার মানোন্নয়ন,মৎস্য চাষ ও পশু পালনের সুযোগ সৃষ্টি,বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন,মাদকের বিরুদ্ধে জিরো টলকরেন্স ঘোষনা,পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহন ইত্যাদি স্থান পেয়েছে।