
যুক্তরাজ্য প্রবাসী মানবাধিকার কর্মী ও বিশিষ্ট সমাজ সেবক, সংগঠক সুমন বড়ুয়া চৌধুরীকে সংবর্ধনা প্রদান করেছেন চট্টগ্রাম বৌদ্ধ বিহার সাংঘিক এর উপাধ্যক্ষ একুশে পদকে ভূষিত অধ্যাপক ডক্টর জিনবোধি মহাথের।
শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় নন্দন কাননস্থ সাংঘিক বৌদ্ধ বিহারে শিশুদের এক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এই সম্মাননা জানানো হয়। নব্বই জন অংশ গ্রহণকারি সকলকে সার্টিফিকেট ও পুরষ্কার প্রদান করা হয়েছে।
ড. সুমনপ্রিয় মহাস্থবির এর সঞ্চালনায় সভাপতির বক্তব্যে ডক্টর জিনবোধি ভিক্ষু জানান, সুদূর প্রবাসেও সদ্ধর্ম প্রচারে নিজেকে নিয়োজিত রেখেছেন।
শিক্ষা, প্রজ্ঞা, মেধা ও মননের চিন্তা-চেতনার উন্মেষ ঘটিয়ে তরুণ বৌদ্ধ সমাজকর্মী, আন্তর্জাতিক ব্যাক্তিত্ব, যুক্তরাজ্য সহ ইউরোপে বসবাসরত বৌদ্ধ জনগোষ্ঠীর নিকট সুপরিচিত ও নন্দিত সংগঠক, প্রতিষ্ঠাতা সেক্রেটারি বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিল-ইউ.কে এবং অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য জেতবন বৌদ্ধ বিহার, যুক্তরাজ্য। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও ব্রিটিশ লেবার পার্টির সক্রিয় সদস্য, চট্টগ্রাম জেলার পটিয়া থানার অন্তর্গত চরকানাই গ্রামের বাবু প্রমোতোষ চৌধুরী ও রতি বড়ুয়া চৌধুরীর সন্তান আমাদের প্রিয়ভাজন সুমন বড়ুয়া চৌধুরীকে সদ্ধর্ম ও মানবিক কর্মকাণ্ডে ভূমিকা পালন করায় সম্মাননা স্মারক , আন্তরিক অভিনন্দন এবং আশীর্বাদ।
কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী সুমন বড়ুয়া চৌধুরী এবং বুড্ডিস্ট কাউন্সিল ইউকে কর্তৃক ড. জিনবোধি মহাস্থবিরকে “জ্ঞান তাপস” উপাধিতে ভূষিত করে যুক্তরাজ্য থেকে প্রেরিত সংগঠনের সভাপতি সজীব চৌধুরী ও সাধারণ সম্পাদক সুমন বড়ুয়া চৌধুরী স্বাক্ষরিত সনদ হস্তান্তর করেন। এই সময় সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. জিনবোধি মহাস্থবির, ড. সুমনপ্রিয় মহাস্থবির, জ্ঞানপ্রিয় থের, প্রজ্ঞানিধি শ্রামণ, লন্ডন প্রবাসী বাবু সুমন বড়ুয়া চৌধুরী সহ নিয়মিত ভাবনা অনুশীলনকারী উপাসক উপাসিকা এবং অভিভাবকবৃন্দ।