
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলে ৫৯তম জন্মবার্ষিকীতে ’একটি শিশুহত্যাঃভুলুণ্ঠিত মানবতার আর্তনাদ’ শীর্ষক আলোচনা সভা বঙ্গবন্ধু পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহামন হলে শুক্রবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে ।
এসময় সংগঠনের সভাপতি সংগঠনের সভাপতি অধ্যাপিকা বেগম সৈয়দা তাহেরার সভাপতিত্বে বক্তাগণ বলেন, ৭৫ এর কাল রাত্রিতে বাংলাদেশের সকল প্রদীপ একসাথে নিভিয়ে দিতে ঘাতকরা সপরিবারে বঙ্গবন্ধুকেই শুধু হত্যা করেনি বরং তার ১০ বছর বয়সী শিশু পুত্র শেখ রাসেলের বুক-শরীরও গুলির আঘাতে সেদিন ঝাঁঝরা করেছে সেই েেক বহু অন্ধকার প পাড়ি দিয়ে আমরা শেখ হাসিনার উন্নয়নের রোডম্যাপ ধরে আজ ২০২৩ এর দোরগোড়ায় উপস্থিত হয়েছি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় গণতন্ত্রকে ভোট দিয়ে আজ শেখ হাসিনাকে জয়যুক্ত করা সময়ের দাবি।
সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ আইয়ুবুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন, অধ্যাপক ড. আবদুল্লাহ আল ফারুক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুল আলম, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী, ডাঃ শওকতুল ইসলাম প্রমূখ।