“কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক, শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা-এ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) চট্টগ্রাম আঞ্চলিক শাখা পালন করেছে বিশ্ব শিক্ষক দিবস। নগরীর ৪০০ আন্দরকিল্লাহ শিক্ষক ভবনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম এর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নারায়ন চন্দ্র নাথ। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লকিতুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর উপসচিব মোহাম্মদ বেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা গবেষক ও শিক্ষা চিন্তক ড. শামসুদ্দীন শিশির। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর নারায়ন চন্দ্র নাথ বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। একজন শিক্ষার্থী ক্লাসে যখন একজন শিক্ষকের বক্তব্য শোনে তখন সে শুধু বক্তব্যই শোনে না, শিক্ষকের প্রতিটি জিনিস সে অনুসরণ করে এবং তার মনের মধ্যে একজন আদর্শিক ব্যক্তিত্ব তৈরি করে। শিক্ষকদের দেখে শিক্ষার্থীরা যে সেই আদর্শ ব্যক্তিত্বের দেখা পায়, এই শিক্ষক দিবসে সব শিক্ষকের মধ্যে এই জিনিসটি জাগ্রত হোক তিনি সে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন শিক্ষকরা সমৃদ্ধ জাতির গঠনের পথিকৃৎ। একজন শিক্ষক তাঁর মেধা, শ্রম ও প্রজ্ঞার মাধ্যমে ছাত্রদের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা শিক্ষকদের কল্যাণে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল মহাজনের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন বিটিএ কেন্দ্রিয় সহ সভাপতি রনজিৎ কুমার নাথ, মহানগরীর সভাপতি নুরুল হক সিদ্দিকী, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক তাপস চক্রবর্ত্তী প্রমুখ।
সভায় বক্তারা শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখতে রাষ্ট্রীয়ভাবে এ বছর শিক্ষক দিবস উদ্যাপনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে অভিনন্দন জানান।