চট্টগ্রামের মিরসরাইয়ে একটি প্রাইভেটকারে থাকা ২৮৮ বোতল ফেনসিডিল জব্দ করেছে থানা পুলিশ। এসময় পুলিশের ধাওয়ায় প্রাইভেটকার রেখে পলিয়েছে মাদক কারবারি। সোমবার (১৬ অক্টোবর) ভোরে উপজেলার খইয়াছড়া ইউনিয়নের নয়দুয়ারিয়া এলাকায় থেকে মাদকদ্রব্য গুলো জব্দ করা হয়।
পুলিশ জানায়, ফেনীর বর্ডার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেয় একটি প্রাইভেটকার। পুলিশ গোপন সংবাদ পেয়ে সন্দেহজনক ভাবে চট্ট মেট্টো-গ-১১-৫১৯৯ নাম্বারের প্রাইভেটকার গাড়িটি থামানোর সিগন্যাল দিলে তারা গাড়ি না থামিয়ে পালিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। ঘটনা বেগতিক দেখে মাদক কারবারিরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়দুয়ারিয়া এলাকার নাপিত্তাছড়া ঝিরি পথের ভেতরে প্রাইভেটকার রেখে পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন জানান, পুলিশের ধাওয়ায় নয়দুরিয়া এলাকায় গাড়িটি রেখে মাদক চালান কারীরা পালিয়ে যায়। এসময় প্রাইবেটকারটিতে তল্লাশি চালালে ২৮৮ বোতল ভারতীয় ফেন্সিডিল পাওয়া যায়।
তিনি আরো বলেন, জব্দকৃত ফেনসিডিলের আনুমানিক বর্তমান বাজারমূল্য ৫ লাখ ৭৬ হাজার টাকা। এ ঘটনায় মিরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আইনে একটি মামলা (নং ১৬) দায়ের করা হয়েছে।