মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগরের কেন্দ্রীয় শহিদ মিনারে র্যালিসহ শ্রদ্ধা জ্ঞাপন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর হেলাল। শনিবার (১৬ ডিসেম্বর) সকলে নেতা কর্মীদের নিয়ে এই শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়া ব্যারিষ্টার মীর হেলালের পক্ষে হাটহাজারিতে র্যালি ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। চট্টগ্রাম ৫ নির্বাচনী আসনের (হাটহাজারী-বায়েজিদ অংশিক) বিএনপি ও অঙ্গসংগঠন সমূহের বিজয় র্যালি ও পুস্পস্তবক অর্পণ করেন। হাটহাজারী পৌরসভা বিএনপির আহবায়ক এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব জাকের হোসেন, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্যসচিব মোঃ গিয়াস উদ্দিন চেয়ারম্যান ও হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল ইসলামের নেতৃত্বে হাটহাজারী সদরে বর্ণাঢ্য র্যালি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় হাটহাজারী উপজেলা এবং পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠন সমূহের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।