মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যেগে শনিবার (১৬ ডিসেম্বর) সকালে স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ষোলশহরস্থ ঐতিহাসিক বিপ্লব উদ্যানে পুস্পস্তবক অর্পণ করে বীর শহীদদের শ্রদ্ধা জানানো হয়। এসময় নেতৃবৃন্দ বর্তমান অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত এক দফার আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এতে উপস্হিত ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান, ইঞ্জি. বেলায়েত হোসেন, সরওয়ার আলমগীর, কাজী মো. সালাহ্ উদ্দীন, দুবাই বিএনপির সভাপতি মো. রফিকুল আলম, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মো. মহিউদ্দীন, জেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নুরুল ইসলাম বাবুল, বিএনপি নেতা গাজী হানিফ, মাকসুদুল আলম, মো. আহসান, যুবদল নেতা আজম খান, এম এ আজিজ, সেচ্ছাসেবক দলনেতা জসিম উদ্দীন চৌধুরী, আবুল মুনসুর, জেলা ছাত্রদল নেতা কাজী সেলিম উদ্দীন, আবদুল্লাহ আল নোমান, আনিস আক্তার টিটু, নুর উদ্দীন প্রমুখ।