
সাবেক সংসদ সদস্য ও দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চেমন আরা তৈয়ব বলেন, বিএনপি-জামায়াতের হরতাল নৈরাজ্য মানুষ হত্য, সাধারণ মানুষকে জিম্মি করে জালাও পোড়াও প্রতিবাদে মানববন্ধনে সভাপতির বক্তব্যে মা বোনদের রাস্তায় নেমে প্রতিবাদ করার আহ্বান জানান।
চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লৗীগের উদ্যাগে বুধবার (৮ নভেম্বর) সকাল ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিএনপি জামায়াতের হরতাল অবরোধ নৈরাজ্যর প্রতিবাদে মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম হারুন লুবনার পরিচালনায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাহিদা আকতার জাহান, সহ সভাপতি জান্নাত আরা মঞ্জু, মহিলা বিষয়ক সম্পাদক খালেদা আকতার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিলোয়ারা কায়েস সুমি, সাংগঠনিক সম্পাদক কৃষনা রানী দাশ, নির্বাহী সদস্য সায়মা নওসিন লুনা, হামিদা বেগম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আবিদা আজাদ, শাহানা পারভীন, মহিলা সংস্থার জেলা কর্মকর্তা রুশ্নি আকতার, সংগীত শিল্পী লুপর্ণা মুৎসুর্দ্দী লোপা প্রমুখ।