চট্টগ্রামে মাইজভাণ্ডারী যুব ফোরাম পটিয়া উপজেলা শাখার আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ২০২৩ এর পুরষ্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম সুমন, সংবর্ধিত অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব কে এম ইয়াছির আরফাত, উদ্বোধক ছিলেন সাবেক সরকারি কর্মকর্তা শেখ আবু নাছের। ছনহরা ইউপি চেয়ারম্যান এডভোকেট আব্দুর রশিদ দৌলতির সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আমির, ইউপি সদস্য জাহেদ, মিজানুর রহমান খান, বাহাদুর সিকদার, অনিক, রাকিব উদ্দীন প্রমুখ। প্রতিযোগিতায় আব্দুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ইসরাত ইসলাম নিঝুমসহ বিভিন্ন স্কুলের ১২০ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয। প্রতিযোগিতায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয় মাদ্রাসার প্রায় তিন হাজার শিক্ষার্থী প্রতিযোগিতাং অংশ নেন। বক্তারা বলেন মাইজভান্ডার তরিকার দর্শন ও ভাবধারা কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে এ আয়োজন।