আজ সোমবার ║ ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ সোমবার ║ ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ║ ১১ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    চাকুরি স্থায়ী করার দাবিতে চসিক অফিস সহায়কদের মানববন্ধন

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    চাকুরি স্থায়ী করার দাবিতে মানববন্ধন করেছে
    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) অস্থায়ী অফিস সহায়কবৃন্দ। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে টাইগারপাসস্থ নগর ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে চসিক প্রশাসক মো. তোফায়েল ইসলাম বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।
    স্মারকলিপিতে জানান বিগত ২০ হতে ২৫ বছর যাবৎ অস্থায়ীভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে চাকুরি করে আসছি। আমরা যুবক বয়সে চাকুরিতে প্রবেশ করি। এখন অনেকে বয়বৃদ্ধ, বিবাহিত, সন্তান সন্ততি নিয়ে চাকুরি স্থায়ী না হওয়ায় মানবেতর জীবন অতিবাহিত করছি। কর্তৃপক্ষের বহু আশ্বাসের পরও আমাদের চাকুরি স্থায়ী করা হয়নি। সাবেক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর আমলে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় কর্মচারীদের স্থায়ী করণের জন্য ছাড়পত্র প্রদান করে। এর আলোকে চসিক কর্তৃপক্ষ অস্থায়ীভাবে চাকুরিরতদের মৌখিক পরীক্ষা গ্রহণ করে এবং বিভিন্ন পদে স্থায়ী করণও করে। কিন্তু অফিস সহায়কদের পরীক্ষা নেয়ার পরও কোন অদৃশ্য শক্তির কুদৃষ্টির প্রভাবে চাকুরী স্থায়ী করণ করা হয়নি। অন্যান্য উর্দ্ধতন পদে স্থায়ী করা হলেও চতুর্থ শ্রেণির কর্মচারী হওয়ার কারণে আমাদের স্থায়ী করা হয়নি। আমরা মনে করি। আমরা আজকের মানববন্ধন থেকে কর্তৃপক্ষে বরাবরে জোর দাবী জানাচ্ছি সকল তালবাহানা পরিহার করে অতিসত্তর আমাদের চাকুরি স্থায়ী করণ করতে হবে। অন্যথায় দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধনে সকল অফিস সহায়কবৃন্দ উপস্থিত ছিলেন।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব