উচ্চশিক্ষা ও গবেষণা ভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটির (সিইউআরএইচএস) আয়োজনে “স্টাডি, রিসার্চ অ্যান্ড স্কলারশিপ অপরচুনিটি”- শীর্ষক জার্মানিতে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১লা অক্টোবর) ডাড বাংলাদেশ ও সিইউআরএইচএস এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌতবিজ্ঞান গবেষণা কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জার্মানভিত্তিক স্কলারশিপ প্রদানকারী প্রতিষ্ঠান জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস (DAAD) এর সহযোগিতায় হওয়া এ অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গোথে ইন্সটিটিউট বাংলাদেশ এর ডেপুটি ডিরেক্টর ও ভাষা প্রধান টিম ফুয়াথ।
তিনি বলেন, উচ্চ শিক্ষার জন্য জার্মান ভাষা শেখা চাকরিক্ষেত্রে ও গবেষণায় বড় ব্যবধান গড়ে তুলতে পারে।
এছাড়াও তিনি জার্মানিতে স্কলারশিপ প্রত্যাশী শিক্ষার্থীদের জন্য মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম, বৃত্তি ও অর্থায়নের সুযোগ নিয়ে আলোচনা করেন। পাশাপাশি জার্মান ভাষা শেখার দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাড বাংলাদেশের আঞ্চলিক অফিসার মাহমুদুল হাসান সুমন, সিইউআরএইচএস-এর মডারেটর ড. আদনান মান্নান, সিইউআরএইচএস এর উপদেষ্টা ড. অঞ্জন কুমার চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আল আমিন, সহযোগী অধ্যাপক ড. শ্যামল কর্মকার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহমুদ শরীফ। সঞ্চালনায় ছিলেন সংগঠনের মোহাম্মদ আল আমিন।
উল্লেখ্য, চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি গবেষণা ও উচ্চশিক্ষামূলক বিভিন্ন সেশন, সেমিনার, কর্মশালা, প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এই সংগঠনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের শিক্ষাঙ্গনে গবেষণা কার্যক্রম প্রসারে কাজ করে যাচ্ছে।