আজ শনিবার ║ ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ শনিবার ║ ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    চবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপিত

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মনোবিজ্ঞান বিভাগের উদ্যোগে ও দারুল ইরফান ইনিস্টিটিউটের সহযোগিতায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৩ উদযাপিত হয়েছে। “মানসিক স্বাস্থ্য একটি সার্বজনীন মানবাধিকার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল সাড়ে দশটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থিত বঙ্গবন্ধু চত্বরে সংক্ষিপ্ত আলোচনা শেষে দিনব্যাপী নানা কর্মসূচীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে।

    মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক লাইলুন নাহারের সঞ্চালনায় এবং মনোবিজ্ঞান বিভাগের সভাপতি ড. রুমানা আক্তারের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড.তৌহিদ হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ( ভারপ্রাপ্ত) কে. এম নুর আহম্মদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

    উপ- উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে বলেন, শারীরিক সুস্থতার জন্য মানসিক ভাবে সুস্থ থাকা প্রয়োজন। কিন্তুু আমরা শারীরিক সুস্থতার উপর যতটুকু জোর দেই মানসিক সুস্থতার উপর ততটা জোর দেই না। মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের উচিত এবিষয়ে মানুষকে সচেতন করা এবং গবেষনা বৃদ্ধি করা।

    জীববিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. তৌহিদ হোসেন বলেন, মানসিক স্বাস্থ্য নিয়ে আরও বেশি কাজ করা উচিত। আজকের এ দিবসে যে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আত্মহত্যার যে হার তা খুবই উদ্বেগের বিষয়। বিশেষ করে শিক্ষার্থীদের আত্মহত্যার মূল কারণ অতিরিক্ত প্রত্যাশা। এজন্য শিক্ষক ও অভিভাবকদের সচেতন হতে হবে। সামর্থ্যের অতিরিক্ত প্রত্যশা থেকে বিরত থাকতে হবে।

    আলোচনা শেষে মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে একটি র‍্যালির আয়োজন করা হয় । বঙ্গবন্ধু চত্বর থেকে শুরু করে জীববিজ্ঞান অনুষদে এসে র‍্যালিটি শেষ হয়। এসময় শিক্ষার্থীদের হাতে মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন দেখা যায়।

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে কর্মসূচির মধ্যে আছে মনোবিজ্ঞান বিভাগ কতৃক আয়োজিত মানসিক স্বাস্থ্য বিষয়ে দুটি কর্মশালা। এতে পজিটিভ প্যারেন্টিং: আপনার সন্তানকে সঠিকভাবে লালন-পালন করুন।” শিরোনামে কর্মশালা পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তামিমা তানজিন। মানসিক স্বাস্থ্য এবং মনস্তাত্ত্বিক সুস্থতার উন্নতির মাধ্যমে আত্মহত্যা প্রতিরোধ”শিরোনামে কর্মশালা পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শাহীনুর রহমান এবং সেরেনিটির ম্যানেজিং পার্টনার ও কনসালটেন্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তোফা হাকিম।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব