চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের স্পোর্টস ফেস্ট ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলের মাঠে বার্ষিক স্পোর্টস ফেস্ট এর উদ্বোধন করেন বিভাগের সভাপতি ড. সাইদুল ইসলাম। এসময় বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সপ্তাহ ব্যাপি আয়োজনে থাকবে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা। ক্রিকেট, ফুটবল,ব্যাডমিন্টন এবং আরও কিছু ইনডোর গেমস। প্রথমদিনে ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে প্রথম বর্ষ বনাম মাস্টার্স এবং দ্বিতীয় বর্ষ বনাম চতুর্থ বর্ষের ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়। এতে প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষ বিজয়ী হয়।
আয়োজক কমিটির সদস্যরা বলেন,প্রতিবারের মতন এবারো শিক্ষক এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সহযোগিতা ছিল চোখে পড়ার মতো। সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন কমিটির সদস্যদের ঐকান্তিক সহযোগিতা ও প্রচেষ্টার ফলে উদ্বোধনী অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালিত হয়েছে।
আশা করছি প্রাণরসায়ন পরিবারের বন্ধন আরো অটুট হবে।এটাই আমাদের সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের চাওয়া।