আজ বৃহস্পতিবার ║ ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ বৃহস্পতিবার ║ ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    চবিতে ইয়ুথ ফর এসডিজি’ র নেতৃত্বে সোহান -রুপক

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ইয়ুথ ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলসের (এসডিজি) সভাপতি হিসেবে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নুরুন্নবী সোহান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রেফায়েত উল্যাহ রুপক নির্বাচিত হয়েছেন।

    শুক্রবার (৮ নভেম্বর) সংগঠনটির উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন এবং অন্যান্য উপদেষ্টাদের অনুমোদিত ৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

    এতে সহ-সভাপতি হিসেবে মোঃ শাহাদাত হুসাইন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ রবিউল হোসাইন, অর্থ সম্পাদক আবু সাঈদ জিসান, প্রচার-প্রকাশনা সম্পাদক সালাহ উদ্দীন আইয়ুবী, আইটি সম্পাদক জারিয়াতুন নুর নফি এবং ক্লাব অ্যাফেয়ার্স সম্পাদক হিসেবে ছাবেকুন নাহারকে রাখা হয়েছে।

    সংগঠনটির উপদেষ্টা হিসেবে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন, অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট ও রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এ. জি. এম. নিয়াজ উদ্দিন, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ শহীদুল হক, মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও সভাপতি ড. রুমানা আক্তার, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও সভাপতি মোহাম্মদ সোহাইব, আন্তজার্তিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রিদোয়ান পারভেজ।

    নব-নির্বাচিত সভাপতি মো. নুরুন্নবী সোহান বলেন, আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। টেকসই ও নিরাপদ পৃথিবী গঠনে তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যেই আমাদের এই পথচলা।

    নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মো. রেফায়েত উল্যাহ রুপক বলেন, টেকসই, নিরাপদ এবং সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে আমরা কাজ করে যাচ্ছি। এসডিজির ১৭ টি অভীষ্ট লক্ষ্যেকে সামনে রেখে আমরা আমাদের কাজকে এগিয়ে নিচ্ছি।

    উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইয়ুথ ফর এসডিজি ২০২৪ সালের ৩০ মার্চ যাত্রা শুরু করে। ইতোমধ্যে সংগঠনটি বৃক্ষরোপন, ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান, উচ্চ শিক্ষা ও গবেষণা সেমিনার সহ বেশ কিছু কার্যক্রম পরিচালনা করেছে।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব