চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)কেন্দ্রীয় বিতর্ক সংগঠন চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির উদ্যোগে ” সিইউডিএস আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা -২০২৩ আয়োজিত হয়ে যাচ্ছে।
বুধবার (১৩ ডিসেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান সিইউডিএসের সভাপতি কায়েস মুহাম্মদ সাইফুল্লাহ।
আগামী ১৫ এবং ১৭ ডিসেম্বর দুইদিন ব্যাপি এ আয়োজনে অংশগ্রহণ করবে বিভিন্ন বিভাগের ২৪ টি দল। প্রতিযোগিতাটির মিডিয়া পার্টনার হিসেবে থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ( চবিসাস)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
খবরটি পড়েছেন : ২০ ৫