চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে সকলের সাথে শারদীয় দুর্গাপূজোর আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে হিন্দুধর্মাবলম্বী নারীদের মাঝে শাড়ি বিতরণ অনুষ্ঠান ১৮ অক্টোবর বিকেল ৪ টায় চন্দনপুরা গুলজার বেগম সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে উদ্ধোধক ছিলেন ইউএসটিসির সাবেক উপাচার্য প্রফেসর ডাঃ প্রভাত চন্দ্র বড়ুয়া। সংগঠনের সহ সভাপতি জসিম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বেগম রোকেয়া পুরষ্কারপ্রাপ্ত শিক্ষাবিদ প্রফেসর হাসিনা জাকিয়া বেলা। প্রধান আলোচক ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্তা। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী শহীদুল আলম, উত্তর জেলা জাসদের সভাপতি ভানুরঞ্জণ চক্রবর্তী, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সভাপতি বাবুল কান্তি দাশ, মহিলা আওয়ামীলীগনেত্রী শেলী বড়ুয়া, কবি সজল দাশ, চকবাজার থানা ছাত্রলীগের সভাপতি জাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক জি.এম. তাওসিফ, মনজুর আলম, আবৃত্তিশিল্পী সোমা মুৎসুদ্দী, তবলাশিল্পী কানুরাম দে, লেখক ওবায়দুল হক, শিহাবুর রহমান, সবুজ চৌধুরী প্রমুখ। সভায় উদ্ভোধক তার বক্তব্যে বলেন ধর্ম যার যার উৎসব আমাদের সবার। এখানে আজ সকল ধর্মের মানুষ একত্রিত হয়েছে মানবিক কাজের জন্য। তিনি সকলকে সম্প্রীতির বন্ধনে এগিয়ে আসার আহবান জানান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমরা সবসময় মানবতার কাজে নিজেদেরকে সম্পৃক্ত রাখতে ভালোবাসি। বাংলাদেশের সকল মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসবে আমরা সকল ধর্মের মানুষ সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে প্রতিটি উৎসবে যোগ দিয়ে থাকি। আজকে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে হিন্দুধর্মালম্বী মা বোনদের মাঝে উপহার স্বরুপ একটি মহতি উদ্যোগ। বাংলাদেশ একটি অসম্প্রাদায়িক দেশ সবসময় সহাবস্হানে থেকে মানবতা ও সম্প্রীতি বন্ধনে যুগ যুগ কাজ করে যাচ্ছে।