আজ বৃহস্পতিবার ║ ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ বৃহস্পতিবার ║ ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    চট্টগ্রাম বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    শতাব্দী প্রাচীন পূণ্যতীর্থ নন্দনকাননস্থ চট্টগ্রাম বৌদ্ধ বিহার’র (সাংঘিক) দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব-২০২৪ ইং উদযাপন সম্পন্ন হয়েছে।

    শুক্রবার শুভ কঠিন চীবর দানোৎসব উপলক্ষ্যে দুই পর্বের অনুষ্ঠানে সকালে ধর্মীয় বিধান ও রীতি অনুযায়ী অষ্টপরিস্কারসহ সংঘদান এবং বিকালে মূল পর্বে কঠিন চীবর দান উদযাপন করা হয়। পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ পাঠ করেন প্রজ্ঞানিধি শ্রামণ সংঘদানে উপস্থিত ছিলেন ভদন্ত বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ শাসনস্তম্ভ ধর্মপ্রিয় মহাস্থবির, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত সভাপতি প্রিয়ানন্দ মহাস্থবির, ধর্মপাল মহাস্থবির, উদযাপন পরিষদের সভাপতি ও উপাধ্যক্ষ একুশে পদক প্রাপ্ত অধ্যাপক ড.জিনবোধি ভিক্ষু, উদযাপন পরিষদের কার্যকরী সভাপতি অধ্যাপক জ্ঞানররত্ন মহাস্থবির, প্রকাশনা পরিষদের চেয়ারম্যান শুদ্ধানন্দ মহাস্থবির, লোকাবংশ স্থবির,পরিষদের অর্থ সম্পাদক প্রিয়রত্ন মহাস্থবির, শীলানন্দ মহাস্থবির, ধর্মতিলক স্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এবং উদযাপন পরিষদের প্রচার মিডিয়া চেয়ারম্যান জে.বি.এস আনন্দবোধি স্থবির, বিজয়ানন্দ মহাস্থবির, লোকপ্রিয় মহাস্থবির, করুনানন্দ স্থবিরসহ শতাধিক মহান প্রাজ্ঞ ভিক্ষুসংঘ উপস্থিত ছিলেন। দুপুর দুইটায় শুরু হয় কঠিন চীবর দানের মূল পর্বের অনুষ্ঠানিকতা, তার আগে মহান ভিক্ষুসংঘ ও উপাসক উপাসিকাদের একটি শান্তি ৱ্যালি নন্দনকাননস্থ চট্টগ্রাম বৌদ্ধ বিহার প্রাঙ্গন থেকে শুরু হয়ে চেরাগী পাহাড় মোড় ঘুরে এসে ডিসি হিল সভাস্থলে এসে শেষ হয়। শুরুতেই চট্টগ্রাম বৌদ্ধ বিহার সাংঘিকের শিক্ষার্থী ছোট্ট শিশুদের জয়মঙ্গল অঠ্টগাথা এবং পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ করেন অগ্রলংকার স্থবির। বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ শাসনস্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো: আব্দুল ওয়ারীশ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত সভাপতি প্রিয়ানন্দ মহাস্থবির, সুমঙ্গল মহাস্থবির, কথা সাহিত্যিক দীপংকর মহাস্থবির, জিনরতন মহাস্থবির, ড.দীপংকর মহাস্থবির, বিজয়ানন্দ মহাস্থবির, প্রজ্ঞাপাল মহাস্থবিরসহ শতাধিক মহান ভিক্ষুসংঘ। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু সহাসভার সাবেক মহাসচিব সদ্ধর্মকোবিধ এস লোকজিৎ মহাস্থবির, সকালে চট্টগ্রাম বৌদ্ধ বিহার প্রাঙ্গনে সংঘদান সম্পন্ন হওয়ার পর ডিসি হিল নজরুল স্কয়ারে শুভ কঠিন চীবর দানে পুণ্যার্থীদের ঢল নামে, নগরীর বিভিন্ন এলাকা ও আশে পাশের বিভিন্ন গ্রাম থেকে উপাসক উপাসিকা আসে পূণ্য সঞ্চয়ে।
    সন্ধ্যা পাঁচটায় কঠিন চীবর উৎসর্গ করা হয় এবং অনুষ্ঠানিকতা সমাপ্ত ঘোষণা করা হয়। পরে রাতে বিহার প্রাঙ্গনে একটা মনোজ্ঞ বুদ্ধ কীর্তন পরিবেশিত হয়, ভান্ডারগাঁও কীর্তনীয়া ফোরামের শিল্পী ডাক্তার বিধান চন্দ্র বড়ুয়া ও অক্ষয় বড়ুয়া কীর্তন পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠানে সঞ্চলনায় ছিলেন উদযাপন পরিষদের সচিব ভদন্ত শাসনবংশ মহাথের।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব