চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব মোসলেম উদ্দীন আহমদের স্মরণ সভা, দোয়া মাহফিল ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্প্রতি চট্টগ্রাম একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাবুল কান্তি দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি, পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান, উত্তর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য, চট্টগ্রাম মেট্টোপলিটন চেম্বারের সহ সভাপতি এ. এম. মাহব্বু উদ্দীন চৌধুরী, উত্তরজেলা জাসদের সভাপতি ভানুরঞ্জণ চক্রবর্তী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন জুনু, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জসিম উদ্দীন চৌধুরী, নাট্যজন সজল চৌধুরী, কবি আশীষ সেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য নাছির উদ্দীন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা শহিদুল ইসলাম পিন্টু, এস.এম.খালেদ বাবলু, সাবেক ছাত্রনেতা, ইকবাল চৌধুরী, জসিম উদ্দীন, সবুজ বড়ুয়া, কানিজ ফাতেমা লিমা, জেলা যুবলীগ নেতা মোঃ মহিউদ্দীন, সাবেক ছাত্রনেতা রাশেদুল আরেফিন জিসান, কবি সজল দাশ, শিক্ষক বিজয় শংকর চৌধুরী। শোক সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতশিল্পী অচিন্ত্য কুমার দাশ, আবৃত্তি করেন সোমা মুৎসুদ্দী, শাহীন ফেরদৌসী, শবনম ফেরদৌসী। বক্তব্য রাখেন নাছির হোসেন জীবন, সাবিহা সুলতানা রক্সি, কানুরাম দে, শিহাব রহমান, রতন ঘোষ, সবুজ চৌধুরী রকি, জসিম উদ্দীন, যুবলীগ নেতা মহিউদ্দীন, পারভিন আক্তার, মোঃ তিতাস, সবুজ চৌধুরী রকি, রাজীব ধর প্রমুখ। দোয়া ও মুনাজাত করেন মাওলানা মোঃ গিয়াস উদ্দীন। সভায় ১৭ জন শিক্ষার্থী মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন আহমদ স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জননেতা মোসলেম উদ্দিনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন বৈচিত্র্যে ভরা। যখন যে অবস্থায় থেকেছেন সেখান থেকেই বঙ্গবন্ধুর আদর্শ বিস্তরণে কাজ করে গেছেন। প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মা উন্নয়নে মোসলেম উদ্দিনের কর্মকুশল সক্রিয় প্রচেষ্টা অনুসরণীয় প্রজন্মের কাছে। তিনি বলেন জননেতা মোসলেম উদ্দীন ছিলেন বহুমুখী প্রতিভা ও দক্ষ রাজনীতিবিদ। আমৃত্যু তিনি রাজনীতির মাধ্যমে দেশের কল্যাণে কাজ করে গেছেন। সভার প্রধান আলোচক তার বক্তব্য এদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্বপক্ষে বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী হিসেবে জননেতা মোসলেম উদ্দীন আহমদ আজীবন রাজপথে লড়াই সংগ্রাম করে গেছেন। একজন সফল রাজনীতিবিদ হিসেবে তিনি দলের অনেক গুরুত্বপুর্ণ পদ দীর্ঘ সময় সফলতার সাথে সম্পন্ন করেছেন। তার জীবনের সর্বশেষ ইচ্ছা ও কর্মের মুল্যায়ন স্বরূপ তিনি মহান জাতীয় সংসদের সদস্যও নির্বাচিত হয়েছিলেন জীবনের শেষ পর্যায়ে।তিনি বলেন একজন সুদক্ষ, দেশপ্রেমিক ও আওয়ামী পরিবারের কান্ডারী রাজনীতিবিদ হিসেবে জননেতা মোসলেম উদ্দীন আহমদকে মানুষ যুগ যুগ ধরে স্মরণ করবে। বর্তমানে সময়রের রাজনীতি ও দেশকে এগিয়ে নিতে মোসলেম উদ্দীনের প্রয়োজনীয়তা আমরা সবসময় অনুসরণ করব।