আজ রবিবার ║ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ রবিবার ║ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    চট্টগ্রামে টিসিবি ডিলারদের সাথে শিক্ষা উপমন্ত্রীর মতবিনিময়

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি’র সাথে নগরীর কোতোয়ালি-বাকলিয়া এলাকায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য বিক্রয় কার্যক্রম গতিশীল রাখার লক্ষ্যে সংসদীয় আসন-৯ এর অন্তর্গত ১৪ ওয়ার্ডের টিসিবি ডিলারদের এক মতবিনিময় সভা ৯অক্টোবর (সোমবার) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম টিসিবি’র ভারপ্রাপ্ত আঞ্চলিক প্রধান হাবিবুর রহমান,টিসিবি কল্যাণ সমিতির সভাপতি এলান উদ্দিন,সাধারণ সম্পাদক এ এস এম তৌহিদুল ইসলামসহ তাপস চৌধুরী,মোহাম্মদ সবুর, মোহাম্মদ ইউসুফ সওদাগর,মঞ্জুর হোসেন,কাজল দাস,রায়হান সাদ্দাম রানা,মোহাম্মদ জাবেদ।
    প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেন, ’মাননীয় প্রধানমন্ত্রী বৈশি^ক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিত্যপেণ্যর বাজার সাধারণের নাগালের বাইরে যাওয়ায় ভর্তুকি মূল্যে সারাদেশে ভোগ্যপণ্য বিক্রয়ের ব্যবস্থা করেছেন। যাতে গরীব ও সাধারণ নিম্নবিত্ত মানুষ উপকৃত হন। প্রধানমন্ত্রীর এই উদ্যোগ কোন নেতা, এমপি, কাউন্সিলর, চেয়ারম্যান, মেম্বারের উদারতা ও সাফল্য নয়। তাই দয়াকরে ওয়ার্ড পর্যায়ে কোন নেতা বা জনপ্রতিনিধি নিজেদের নামে বেনার পোস্টার ছাপিয়ে এ নিয়ে প্রচার প্রচারণা চালাবেন না। প্রচারণা চালাতে ইচ্ছে করলে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর প্রচারণা চালাবেন। তিনি এসময় ডিলারদের গরীব নিম্নবিত্ত মানুষজন কোন ভোগান্তি ছাড়া যাতে টিসিবি পণ্য কিনতে পারেন সেদিকে খেয়াল রাখতে বলেন।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব