জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী হৃদয় তরুয়া ও ফরহাদ হোসেন। আজ থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। ইতিহাস বিভাগের সকল শিক্ষার্থী ক্লাসে ফিরলেও, ফেরা হয়নি হৃদয় তরুয়া ও ফরহাদ হোসেনের।
রোববার (৬ অক্টোবর) সকাল ১০টায় ইতিহাস বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। এতে সামনের সারিতে হৃদয় তরুয়া ও ফরহাদের ছবি রেখে তাদেরকে স্মরণ করা হয়।
হৃদয় তরুয়া ও ফরহাদের শূন্যতা অনুভব করে ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহেল বলেন, সব কিছু আছে কিন্তু সেই প্রাণচঞ্চল হৃদয় ও ফরহাদ নেই। তারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন। যতদিন বেঁচে থাকবো তাদেরকে আমরা আমাদের হৃদয়ে লালন করবো। ইতিহাস বিভাগের সকল শিক্ষার্থী তাদেরকে স্মরণ করবে।
ফরহাদের সহপাঠী মো. শাহীন আলম বলেন, সে ছিল সবচেয়ে মেধাবী এবং ভদ্র ছেলেদের একজন। নিয়মিত নামাজ পড়তাম ওর সাথে। পড়াশোনায় ছিল অসম্ভব মেধাবী। আমাদের মন থেকে ফরহাদ কখনোই হারাবে না।
হৃদয় তরুয়ার সহপাঠী এনামুল হক বলেন, ৩ বছর আমরা হৃদয়ের সঙ্গে ক্লাস করেছি, আড্ডা দিয়েছি। ক্যাম্পাসে সময় কাটিয়েছি। কিন্তু হৃদয় আজ আমাদের মাঝে নেই। শুধু আজকে না, প্রতিদিনই আমরা হৃদয়ের শূন্যতা অনুভব করি।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ২৩ জুলাই চট্টগ্রাম বহদ্দারহাট মোড়ে শহীদ হন হৃদয় তরুয়া। অপরদিকে গত ৪ আগস্ট নিজ এলাকা মাগুরায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ফরহাদ হোসেন। হৃদয় ছিলেন ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং ফরহাদ দ্বিতীয় বর্ষের।