আজ সোমবার ║ ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ সোমবার ║ ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ║ ১১ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    কর্ণফুলীতে সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    চট্টগ্রামের কর্ণফুলীর বিভিন্ন এলাকায় সন্ত্রাস,চাঁদাবাজ,কিশোর গ্যাং ও এলাকার মাদক কারবারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে এলাকার সাধারণ জনগন।

    (২৬ সেপ্টেম্বর)দুপুর ১টার দিকে উপজেলার শিকলবাহা বক্তিয়ার পাড়া এলাকায় সেভেন কিংস ফ্যাক্টরির সামনে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে কর্ণফুলী উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি বাহাদুর খাঁন সহ তার সন্ত্রাসী বাহিনীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শতশত নারি পুরুষ এতে অংশগ্রহণ করেছে।

    এসময় বক্তব্য রাখেন সাখাওয়াত হোসেন, সেলিম ইমরান, মইনুদ্দিন মনির, শফিউল করিম,শওকত আলী,মো: আকতার, মো:কালাম, হারুনুর রশীদ, মো: বাবুল সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

    এ সময় বক্তারা বলেন এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী গত ১৫ বছর ধরে সাধারণ মানুষের উপরে অত্যাচার নির্যাতন চালিয়ে আসছে। শ্রমিক লীগের সভাপতি বাহাদুর খাঁন ও তার সন্ত্রাসী বাহিনী গত ৫দিনে দুই বার সাধারণ মানুষের উপর হামলা করেছে,আমরা শিকলবাহাবাসী এই চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।

    অন্য দিকে বিকাল ৪টায় উপজেলার জুলধা ডাঙ্গাচর সল্ট গোলাঘাট এলাকায় জুলধা ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম বদি ও তার পালিত সন্ত্রাসী বাহিনীর কর্তৃক ছাত্রদল নেতা আলী আকবরের উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জুলধা ইউনিয়ন বিএনপি।

    কর্ণফুলী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাদের,জুলধা ইউনিয়ন বিএনপির সভাপতি মো:কাজী মঈনুদ্দিন টিপু,সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো:ওয়াসিম, উপজেলা বিএনপির সদস্য মো:অলি আহমদ,আব্দুর রহমান,আব্দুল কাদের, দক্ষিণ জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মো সেলিম,উপজেলা যুবদলের আহবায়ক মো নুরুল ইসলাম মেম্বার,
    সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম শামীম,যুবদল নেতা জাহিদুর রহমান লিটন,দেওয়ার হোসেন,ছাত্রদল নেতা সাখাওয়াত হোসেন মিশু প্রমূখ।

    এসময় বক্তারা বলেন,ওয়ার্ড আ.লীগের সভাপতি সাইফুল ইসলাম বদি বিগত দিনেও একাধিকবার সাধারণ মানুষের ওপর জুলুম নির্যাতন করেছেন,সে আ.লীগের দাপট দেখিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ কার্যক্রম চালিয়ে ছিলেন,নির্যাতনের ভয়ে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ পারতো না,তারই ধারাবাহিকতায় গতকাল ছাত্রদল নেতা আলী আকবর’কে হত্যার উদ্দেশ্য চুরির আঘাতে গুরুতর আহত করে,আমরা আজকের এই মানববন্ধন থেকে জোর দাবি জানাচ্ছি এই আ.লীগের চিহ্নিত চাঁদাবাজ সাইফুল ইসলাম বদি ও তার সন্ত্রাসী বাহিনীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব