চট্টগ্রামের কর্ণফুলীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিশেষ অভিযানে দুইটি গরুর মাংসের দোকানে কয়েকটি অপরাধের দায়ে ৮০ হাজার টাকা জরিমানা করে কর্ণফুলী উপজেলা প্রশাসন।
(২০ফেব্রুয়ারি) মঙ্গলবার দুপুরে উপজেলার পুরাতন ব্রিজঘাট এলাকায় বিএসটিআই এর সহায়তায় অভিযান চালিয়ে অর্থদণ্ড প্রধান করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী।
অভিযানে পুরাতন ব্রীজঘাট মাংস বিতান কে মূল্য তালিকা না রাখা ও বাটখারার ওজনে গরমিল থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ৩০ হাজার এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ৩২(১) ধারায় ১০ হাজার টাকা ও ত্রুটিযুক্ত বাটখারা লুকানো এবং ত্রুটিযুক্ত বাটখারা দিয়ে মাংস বিক্রি করায় একই আইনে খাজা মাংস বিতানকে ৪০ হাজার টাকাসহ ২দোকানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় সহকারী কমিশনার (ভূমি)পীযূষ কুমার চৌধুরী ‘দৈনিক সকালের সময়’কে জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ে পুরাতন ব্রিজঘাটে দুই মাংস বিতানকে মূল্য তালিকা না রাখা ও ওজনে কম দেওয়া এবং ত্রুটিযুক্ত বাটখারা দিয়ে মাংস বিক্রিসহ কয়েকটি অপরাধের দায়ে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের অবহিত করা হয়েছে তারা যেন এই ধরনের কাজ ভবিষ্যতে না করে। এই ধরনের ভ্রাম্যমান অভিযান সামনে অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই এর ফারহানা জাহান পারুল, প্রকৌশলী সজীব চৌধুরী ও সিএমপি কর্ণফুলী থানার পুলিশ টিম।