আজ বৃহস্পতিবার ║ ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সর্বশেষ:

    বেগম খালেদা জিয়া জাতির প্রেরণা ও গণতন্ত্রের আলোকবর্তিকা: বক্কর

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    চট্টগ্রাম মহানগর বিএন‌পির সা‌বেক সাধারন সম্পাদক আবুল হা‌শেম বক্কর ব‌লে‌ছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের অভিবাবক। যিনি কখনো দেশের দুঃসময় থেকে মুখ ফিরিয়ে যাননি, কখনো পরবাসের নিরাপত্তা বেছে নেননি, কখনো ক্ষমতার বিনিময়ে নীতিতে আপস করেননি। বেগম খালেদা জিয়া জাতির প্রেরণা ও গণতন্ত্রের আলোকবর্তিকা। তার অসুস্থতা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করে। দেশনেত্রী খালেদা জিয়া গণতন্ত্রের জন্য বারবার নির্যাতিত হয়েছেন। আজ তিনি গুরুতর অসুস্থ। দেশের মানুষ আজ তাঁর জন্য দোয়া করছে, অপেক্ষা করছে তাঁর সুস্থতার।

    তিনি বুধবার (১৭ ডি‌সেম্বর) দুপু‌রে নগরীর পুরাতন রেলও‌য়ে স্টেশ‌নের সাম‌নে জাতীয়তাবাদী রেলও‌য়ে শ্রমিক কর্মচারী দল (রে‌জিঃ নং বি-১৭৬৫) এর ৪৫তম প্রতিষ্ঠা বা‌র্ষিকী উপল‌ক্ষে ও দেশ‌নেত্রী বেগম খা‌লেদা জিয়ার সুস্থতা কামনায় চট্টগ্রাম মহানগর রেলও‌য়ে শ্রমিক কর্মচারী দলের দোয়া মাহ‌ফিল ও দুস্থ‌দের মা‌ঝে খাবার বিতরন অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে এসব কথা ব‌লেন।

    তিনি বলেন, বেগম খালেদা জিয়া জাতির কণ্ঠস্বর। আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। চট্টগ্রামবাসীর প্রতি আহ্বান জানাই, তারা যেন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন। তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন। আমরা বিশ্বাস করি, জনগণের দোয়া বিফলে যাবে না, দেশনেত্রী দ্রুত সুস্থ হয়ে আবারও জনগণের মাঝে ফিরে আসবেন।

    চট্টগ্রাম মহানগর রেলও‌য়ের শ্রমিক কর্মচারী দ‌লের সভাপ‌তি এনামুল হ‌কের সভাপ‌তিত্বে ও সাধারন সম্পাদক ফি‌রোজ আলমের প‌রিচালনাএতে প্রধান বক্তার বক্তব‌্য রা‌খেন রেলও‌য়ের শ্রমিক কর্মচারী দ‌লের কেন্দ্রীয় সাধারন সম্পাদক এড. এম আর মনজু, বি‌শেষ অ‌তিথির বক্তব‌্য রা‌খেন চট্টগ্রাম প্রেস সভাপতি জা‌হিদুল ক‌রিম ক‌চি, মহানগর যুবদ‌লের সা‌বেক যুগ্ম সম্পাদক সে‌লিম খাঁন, রেলও‌য়ের শ্রমিক কর্মচারী দ‌লের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মো. সাহাবু‌দ্দিন, সাংগঠ‌নিক সম্পাদক আবু বক্কর সি‌দ্দিক, ম‌হিলা বিষয়ক সম্পাদক ম‌নোয়ারা বেগম, বিভাগীয় সমন্বয়ক জিয়াউর রহমান, এস,কে মুজিব, মহানগর ‌রেলও‌য়ে শ্রমিক কর্মচারী নেতা সাখাওয়াত হোসেন, শরিফুল ইসলাম, লাকি আকতার, আব্দুল আওয়াল প্রমুখ।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print