আজ বুধবার ║ ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই সফর, ১৪৪৭ হিজরি

সর্বশেষ:

    চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ১৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    দায়িত্ব অবহেলার অভিযোগে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ১৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। গত রোববার (৩ আগস্ট) রাতে এই নোটিশ জারি করা হয়। নোটিশে আগামী ৭২ ঘন্টার মধ্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর একটি লিখিত ব্যাখ্যা স্বশরীরে উপস্থিত হয়ে জমাদান ও উপস্থাপনের নির্দেশ দেয়া হয়েছে।

    চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মোঃ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
    ‘আজ ৩ আগষ্ট (রবিবার) চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানীর নেতৃত্বে সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত টিমের উপস্থিতিতে এক জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আপনি চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের দায়িত্বশীল পদে আসীন থেকেও অতি গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত না হওয়ায় দায়িত্ব অবহেলার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্থিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৭২ ঘন্টার মধ্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর একটি লিখিত ব্যাখ্যা স্বশরীরে উপস্থিত হয়ে জমাদান ও উপস্থাপনের নির্দেশ দেয়া হলো।

    জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি এস.এম. জিলানীর নির্দেশে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ আজ এই নির্দেশনা প্রদান করেন।’

    কারণ দর্শানোর নোটিশ প্রাপ্ত নেতারা হলেন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম টম, ওয়াকিল হোসেন (বগা), সদস্য সৈয়দ মোঃ মফিজ উদ্দিন সুমন, নোমান সিকদার সোহাগ, মোঃ ইস্কান্দার(বন্দর), মোঃ ইস্কান্দার (পাহাড়তলী), মাসুম সরকার, মোঃ সাজ্জাদ খাঁন, মুরাদ আলম, খোরশেদ আলম টিটু, পতেঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম, ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইউসুফ সুমন, খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান আলম, সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াসির আরাফাত, খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিল্লাল হোসেন বাবু, পতেঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার আলম কাইসার, ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল আলম, খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির হোসেন ইমন, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান নান্টু।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print