
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন (ডব্লিউএইচআরও) চট্টগ্রাম কমিটির নবনির্বাচিত সদস্যদের অভিষেক, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির হল রুমে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক তসলিম হাসান হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করন সংগঠনের চট্টগ্রাম কমিটির উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মফিজুল হক ভূঁইয়া পিপিএম, পাবলিক প্রসিকিউটর, মেট্রোপলিটন সেশন জর্জ কোর্ট চট্টগ্রাম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান মহিউদ্দিন আমিন। এছারাও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন, বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ শওকত হোসেন পিপিএম, কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি তারিফুউল ইসলাম কার্জন, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, চট্টগ্রাম কমিটির উপদেষ্টা আবু তাহের চৌধুরী, উপদেষ্টা নেছার আহমেদ খান, উপদেষ্টা তাহেরা শারমিন, উপদেষ্টা আব্দুল নূর, উপদেষ্টা মোহাম্মদ সাজ্জাদ, মিডিয়া ব্যক্তিত্ব সহ আরো অনেক গুনিজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন চট্টগ্রাম মহানগর কমিটিা সদস্যবৃন্দ।
প্রধান অতিথি এডভোকেট মফিজুল হক ভূঁইয়া পিপিএম বলেন, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন নতুন কমিটির জন্য শুভকামনা রইলো, আশা করি চারিদিকে যে মানবাধিকার লংঘন হচ্ছে, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন সেসব অবহেলিত মানুষের পাশে দাঁড়াবে। মানব সেবা একটি মহৎ কাজ। যে কোন একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের চেয়ে সংগঠনের পতাকা তলে থেকে মানবিক কাজ করার সুযোগ খুবই বেশি। নগরীর বিভিন্ন পয়েন্টগুলোতে অবহেলিত মানুষগুলো চিকিৎসাসেবার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তাদের দায়িত্ব নেয়ার মতো চট্টগ্রামে কোন হাসপাতাল এখনো গড়ে উঠেনি। চলছে শুধু সম্পদের পাহাড় গড়ার প্রতিযোগিতা।
প্রধান আলোচক চেয়ারম্যান মহিউদ্দিন আমিন বলেন, আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কমিটি ছড়িয়ে দিয়েছি যাতে করে মানুষের অধিকার আদায়ের কথা বলতে পারে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে, দেশের জন্য কাজ করে যেতে পারে।
সভাপতি তার বক্তব্যে বলেন, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের প্রতেকটা সদস্যদের মানবিক হতে হবে। আমরা মানবাধিকার লংঘন হচ্ছে এমন কোনো কাজ করবো না আর কেও যেনো না করে সেইদিকে সজাগ দৃষ্টি রাখবো।
পবিত্র কুরআন তেলোয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সম্প্রতি বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ছাত্রদের জন্য সমবেদনা জ্ঞাপন করা হয়। একই সাথে ২০২৪ জুলাই আন্দোলনের নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়াও কোরিওগ্রাফার লিটন দাস লিটুর কোরিওগ্রাফিতে ফ্যাশন শো, অপারেজয় বাংলাদেশ এর সুবিধা বঞ্চিত শিশুদের নাচ ও ডরিয়ান ব্যান্ডের গানে প্রফুল্ল ছিলো অনুষ্ঠান।