
চট্রগ্রাম জেলা গোয়েন্দা সংস্থার সফল অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় এক কোটি টাকার অবৈধ বিদেশী সিগারেট জব্দ করা হয়েছে। এসময পাচারের কাজে জড়িত থাকার অপরাধে ২ পাচারকারীকে আটক ও ব্যবহৃত একটি পিকআপ আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন রাঙ্গামাটি জেলার কোতোয়ালী থানার বনরূপা এলাকার মো. মমতাদজ উদ্দিনের পুত্র মো. শওকত আকবর(৩৪) ও একই থানা এলাকার বশির আহমদের পুত্র গাড়ি চালক মো. বাদশা (২৬)।
রোববার (২৩ মার্চ) জেলার হাটহাজারী থানার আমান বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়েছে। চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে জানিয়ে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় সঙ্গীয় ফোর্স সহ হাটহাজারী থানাধীন চিকনদন্ডী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আমান বাজার সংলগ্ন জয়নব কমিউনিটি সেন্টার এর সামনে রাঙ্গামাটি/ খাগড়াছড়ি টু চট্টগ্রাম গামী আঞ্চলিক মহাসড়কের উপর বিশেষ অভিযান পরিচালনা করে মোট ৬,৩৮০ কার্টুন ( ১২,৭৬,০০০ শলাকা) বিভিন্ন ব্রান্ডের ভারতীয় সিগারেট আটক করে। যার বাজার মূল্য আনুমানিক এক কোটি টাকা। এসময় ১টি পিকআপ গাড়িসহ ২জনকে গ্রেফতার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।