
দেশের স্বাধীনতা,গণতন্ত্র, ভোটাধিকার কে মারাত্মকভাবে আহত করে হত্যা করতে চেয়েছিল স্বৈরাচারী হাসিনা সরকার। তারা জনগণের মৌলিক অধিকারগুলো হরণ করে নিজেদের একক ক্ষমতার অধিকারী রূপ ধারণ করে পুনরায় বাকশাল গঠনের মাধ্যমে পার্শ্ববর্তি একটি রাষ্ট্রের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের জনগণ তা সব সময় প্রতিবাদ করেছে বলেই এদেশে গুম,খুন,নির্যাতন,নিপিড়ন,হামলা-মামলা করে রাষ্ট্রকে হুমকিতে রেখেছিল। তারপরও জনগণ হাল ছেড়ে দেননি। তাই সমগ্র রাষ্ট্রকে এই স্বৈরাচারী হাসিনা কারাগারে রূপান্তরিত করেছে। জিম্মি করেছে রাষ্ট্রের জনগণকে। তারই ধারাবাহিকতায় সীতাকুবাসীর ভালোবাসা থেকে আসলাম চৌধুরীকে মূছে ফেলতে দীর্ঘ ৯টি বছর মিথ্যা মামলা দিয়ে বন্দি রেখেছিল। কিন্তু সীতাকুণ্ডবাসী তাদের হৃদয়ে আসলাম চৌধূরীকে অতীতের চেয়েও আরো বেশি ভালবাসা দেখিয়েছেন তার প্রমাণ আসলাম চৌধূরী কারাগার থেকে মুক্তির দিন, সেদিন সমগ্র চট্টলাবাসী প্রবল বৃষ্টি পরও রাস্তায় অপেক্ষা করেছে তাদের নেতাকে এক নজর দেখার জন্য। তিনি জনগণের এই ভালোবাসায় মুগ্ধ এবং কৃতজ্ঞ। দীর্ঘ ৯টি বছর কারাগারে বসে বসে তিনি একটি স্বপ্ন লালন পালন করেছে। তা হলো আগামীতে সুযোগ হলে তিনি এই সীতাকুণ্ড,আকবরশাহ,পাহাড়তলী অঞ্চলকে একটি আধুনিক আসনে বাস্তবায়ন করবে ইনশাহআল্লাহ, সেজন্য এই আসনের সর্বস্তরের জনগণের সহযোগী চাই বলে মন্তব্য করেছেন বক্তারা।
শুক্রবার ( ২৫ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল ছলিমপুর ইউনিয়ন শাখার সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ কমল কদর, ছলিমপুর ইউনিয়ন তাঁতী দলের সভাপতি সাহাবুদ্দিন এর সভাপত্বিতে কালুশাহ বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলন বিএনপির সাবেক যূগ্ম মহাসচিব মোঃ আসলাম চৌধূরীর ব্যক্তিগত সহকারী মঞ্জুরুল ইসলাম এর ও তাঁতী দল নেতা শাহিন এর যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, সীতাকুণ্ড উপজেলা তাঁতীদলের সভাপতি এস এম লোকমান হাকিম,বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড বিএনপি নেতা,স্বেচ্চাসেবক দল উত্তরজেলার সাবেক সভাপতি মোরসালিন,তাঁতী দল উত্তরজেলার সভাপতি মোঃ সিদ্দিক,ছলিমপুর বিএনপির সাধারণ সম্পাদক জাহেদুল হাসান, ছলিমপুর যুবদলের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মেম্বার,বিএনপি নেতা আবুল হাশেম,খ ম নাজিম উদ্দিন, মিজানুর রহমান রাজু,জেলা ছাত্রদলের যূগ্ম সম্পাদক এ্যাডভোকেট মাহমুদুল হক সুমন,সামশেদ আলম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জীবন,সাধারণ সম্পাদক অপু,ছিন্নমুল বস্তীবাসী সম্বনয় সংগ্রাম পরিষদের সভাপতি সাইদুল হক সাদু,সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন জিয়া,মহিলা দল চট্টগ্রাম উত্তরেজলার নেত্রী আখি,ছলিমপুর মহিলা দলের সভাপতি নিপা,সাধারণ সম্পাদক ফাতেমা প্রমুখ।