আজ বৃহস্পতিবার ║ ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ বৃহস্পতিবার ║ ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ২০শে রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    পটিয়া শাহচান্দ আউলিয়া (রা:) এর খাছ ওরশ শরীফ সম্পন্ন

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    পটিয়া হযরত শাহচান্দ আউলিয়া (রাঃ) এর মহান খাছ ওরশ শরীফ শাহচান্দ আউলিয়া দরগাহ ওয়াকক স্টেট মোতওয়াল্লী কমিটির ব্যবস্থাপনায় খতমে কোরআন, খতমে বোখারী শরীফ ও ঈদের মিলাদুনবী (স:) মাহফিল সম্পন্ন হয়েছে। গত শনিবার (২৭জানুয়ারী) মাজার প্রাঙ্গণে মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি ও সাবেক চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবু জাফর চৌধুরী। শাহচান্দ আউলিয়া দরগাহ ওয়াকক স্টেট মোতওয়াল্লী কমিটির সভাপতি শাহসুফি মাওলানা নুরুল কবির আল কাদেরীর সভাপতিত্বে ও শাহজাদা সৈয়দ কুতুব উদ্দিন শাহনূরীর পরিচালনায় মাহফিলে প্রধান আলোচক ছিলেন মুফতি কাজী আব্দুল ওয়াজেদ। বিশেষ আলোচক ছিলেন আল্লামা মহিউদ্দিন কাশেমী। উপস্থিত ছিলেন মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুখতার আহমেদ, প্রফেসর মোঃ ইউনুছ, মুফতি আলাউদ্দিন আশরাফী, শাহজাদা এস এম বোরহানউদ্দিন শাহনূরী, সরফুদ্দিন মোঃ জঙ্গী, মাওলানা হামিদুল হক, এস এম নজুম উদ্দিন শাহনূরী, মাসুম শাহ আলকাদেরী, এস এম আমির খসরু, এস এম মারুফ, এস এম সাকলাইন, সৈয়দ ফারহান নুর প্রমুখ।
    মাহফিলে বক্তারা বলেন, আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আউলিয়া কেরামের আদর্শ অনুসরণ করে সবাইকে আদর্শিক জীবন গঠনের আহ্বান জানান।
    ছবির ক্যাপশন
    পটিয়া শাহচান্দ আউলিয়া (রা:) এর খাছ ওরশ শরীফের মাহফিলে বক্তব্য রাখছেন শাহসুফি মাওলানা নুরুল কবির আল কাদেরী।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব