
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, দেশে উন্নয়ন-শান্তি-সমৃদ্ধি চাইলে নৌকার কোন বিকল্প নেই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়ন কাজ চলছে। আগামীতেও শেখ হাসিনার সরকার দরকার। বিএনপির আমলে সাধারণ মানুষের চলাচলের কোনো নিরাপত্তা ছিল না। ব্যবসা-বাণিজ্য হয়ে পড়েছিল স্থবির। মানুষের মনোবল ভেঙে পড়েছিল। আমরা সেই অবস্থা থেকে সাধারণ মানুষকে বের করে এনেছি। মানুষের মধ্যে আওয়ামী লীগের প্রতি এখন আত্মবিশ^াস ফিরে এসেছে। এই ধারা অব্যাহত রাখতে হবে। গত ২৯ ডিসেম্বর (শুক্রবার) পটিয়া উপজেলা বড়লিয়া ইউনিয়নের ছৈয়দ শাহগদী (রা:) মাজার জিয়ারত ও জুমার নামাজ আদায় করে গণসংযোগ ও পথসভাকালে নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ সভাপতি আইয়ুব আলী, সদস্য রাশেদ মনোয়ার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: তিমির বরণ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, সহ-সভাপতি মুহাম্মদ ছৈয়দ, শাহদাত হোসেন ফরিদ, যুগ্ম সম্পাদক ঋষি বিশ^াস, বড়লিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুল ইসলাম শানু, সাবেক চেয়াম্যোন গাজী মোহাম্মদ ইদ্রিস, যুবলীগ নেতা এমএ রহিম, মুর্তজা কামাল মুন্সি, প্রজ্ঞাজ্যোতি বড়–য়া লিটন, ইঞ্জিনিয়ার মোরশেদ উল্লাহ, বড়লিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সুপ্রিয় বড়ুয়া রূপম, বড়লিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উজ্জ্বল চৌধুরী চন্দন, সাধারণ সম্পাদক ইউনুছ তালুকদার, জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, উপজেলা যুবলীগ আহবায়ক হাসান উল্লাহ চৌধুরী, যুগ্ম আহবায়ক ইমরান উদ্দিন বশির, পৌরসভা যুবলীগ সভাপতি নুর আলম ছিদ্দিকী, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নুরুল আলম, ছৈয়দ নুরুল আবছার, জাহাঙ্গীর আলম সজীব, মফিজ মেম্বার,মনছুর মেম্বার,দিদারুল আলম, রুপলু মেম্বার, মামুনুর রশিদ মামুন, আবদুর রহমান জুনু, মুরাদ চৌধুরী, শোয়েব হাজারী, মহিউদ্দিন, ইসমাইল শরীফ, গিয়াস উদ্দিন শরীফ, মো. ইছহাক, আলতাস মাষ্টার, রিটন বড়ুয়া, অন্তু আচার্য্য, মো. ইলিয়াছ, জহুরুল ইসলাম লাভু, জীবন বড়–য়া পিন্টু, মহিউদ্দিন চৌধুরী, সুনিল মল্লিক, শংকর দত্ত, উত্তম দাশ, জাহাঙ্গীর আলম, বখতিয়ার, জাহেদুল ইসলাম, ওমর ফারুক।
প্রচারনাকালে নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী আরো বলেন, দেশের উন্নয়নে শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ যখনই দেশেরশাসন ক্ষমতায় থাকে তখনই দেশের উন্নয়ন হয়। তাই আবারো শেখ হাসিনাকে দেশের শাসন ক্ষমতায় আনতে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। গত ১৫ বছরে পটিয়া আওয়ামী লীগের রাজনীতিকে বর্তমান স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী ধ্বংস করে দিয়েছেন। তৃণমূল নেতাকর্মীরা রাজনীতি থেকে দূরে সরে গেছেন। পটিয়ার সর্বস্তরের জনগনের দাবির প্রেক্ষিতে দলীয় প্রধান শেখ হাসিনা প্রার্থীতা পরিবর্তন করার কারণে দলের ত্যাগী নেতাকর্মীরা এখন পুনরায় ঐক্যবদ্ধ হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীকে ব্যালেটের মাধ্যমে তৃণমূলের ত্যাগী ও নির্যাতিত নেতাকমীরা আগামী ৭ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে প্রতিহত করবে।